ইতিমধ্যেই সস্তা হয়েছে Mi A2, Redmi Note 5 Pro, Redmi Y2, Redmi 6 Pro। এবার সস্তা হল Redmi 6। সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম বাড়ায় Redmi 6 ফোনের দাম বাড়িয়েছিল Xiaomi।
ভারতে 7,999 টাকা থেকে Redmi 6 ফোনের দাম শুরু হচ্ছে
নতুন বছরে একের পর এক ফোনের দাম কমিয়েছে Xiaomi। ইতিমধ্যেই সস্তা হয়েছে Mi A2, Redmi Note 5 Pro, Redmi Y2, Redmi 6 Pro। এবার সস্তা হল Redmi 6। সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম বাড়ায় Redmi 6 ফোনের দাম বাড়িয়েছিল Xiaomi। এছাড়াও বৃহস্পতিবার ভারতে দুটি নতুন স্মার্ট টিভি ও একটি সাউন্ড বার লঞ্চ করেছে Xiaomi।
আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 7,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে 8,999 টাকা। Flipkart আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।
আরও পড়ুন: ভারতে নতুন ভেরিয়েন্টে হাজির হল Oppo A7
Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: ভারতে দুটি নতুন স্মার্টটিভি নিয়ে এল Xiaomi
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule