ভারতে একের পর এক প্রক্সি ওয়েবসাইট ব্লক করেছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটার Jio। কোন দেশে ব্লক থাকা ওয়েবসাইট খুলতে এই প্রক্সি ওয়েবসাইটগুলি কাজে লাগে।
ভারতে একের পর এক প্রক্সি ওয়েবসাইট ব্লক করেছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটার Jio
সম্প্রতি ভারতে একের পর এর ওয়াসাইট ব্লক গিয়েছে। দেশে বসে ব্লক হয়ে যাওয়ার ওয়েবসাইট খোলার উপার VPN অথবা প্রক্সি ওয়েবসাইটের ব্যবহার। এবার সেই উপায়ও বন্ধ হতে চলেছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে ভারতে একের পর এক প্রক্সি ওয়েবসাইট ব্লক করেছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটার Jio। কোন দেশে ব্লক থাকা ওয়েবসাইট খুলতে এই প্রক্সি ওয়েবসাইটগুলি কাজে লাগে।
সম্প্রতি এক রিপোর্টে Jio নেটওয়ার্কে একের পর এক প্রক্সি ওয়েবসাইট ব্লক হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে hide.me, vpnbook.com আর whoer.net ওয়েবসাইটগুলি।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
![]()
আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা
Jioনেটওয়ার্কে এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করার সময় “You are not authorized to access this web page as per the DOT compliance.” মেজেজটি দেখিয়েছে। অর্থাৎ টেলিকম দপ্তরের নির্দেশ অনুযায়ী এই ওয়েবসাইটগুলি ব্লক করেছে মুকেশ আম্বানির কোম্পানি।
Gadgets 360 এই খবরের সত্যতা জাচাই করার সময় Jio নেটওয়ার্ক থেকে hide.me, proxysite.com, hidester.com, kproxy.com, zend2.com, anonymouse.org, megaproxy.com, whoer.net, আর vpnbook.com এর মতো ওয়েবসাইটগুলি ব্লক পেয়েছে। তবে Jio থেকে এখনও VPN সার্ভিস ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S27 Ultra Could Feature 2nm Exynos Chip as Firm Prioritises Closing Gap With TSMC: Report
Realme 16 Pro Specifications, Colourways Leaked; Tipped to Feature 200-Megapixel Camera, 7,000mAh Battery