Jio জানিয়েছে কোম্পানির ফিচার ফোন Jio Phone এর মাধ্যমে গ্রাহক কুম্ভ মেলা সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পাবেন। কোম্পানি জানিয়েছে এই সার্ভিসে Jio Phone গ্রাহকরা কুম্ভ মেলা সংক্রান্ত সব ধরনের তথ্য পাবেন। সব ইভেন্ট, রুট ম্যাপ, স্পেশাল ট্রেন ও বাস সহ সব ধরনের ভ্রমণের তথ্য পৌঁছে যাবে Jio Phone এ।
“কুম্ভ তীর্থযাত্রীদের Jio Phone এ 4G নেটওয়ার্কের মাধ্যমে সব তথ্য পৌঁছে যাবে।” এক বিবৃতিতে জানিয়েছে Jio।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
তীর্থযাত্রীরা সব অনুষ্ঠান সূচী জানতে পারবেন। থাকবে টিকিট বুকিং, সহযাত্রীদের খুঁজে পাওয়ার ফিচার। নতুন ও পুরনো Jio Phone গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। Jio Phone থেকে 1991 এ কল করে এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য
আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার
এক Jio আধিকারিক জানিয়েছেন, “ভারতে সব থেকে বেশি বিক্রি হওয়া ফোনের নাম Jio Phone। কম দামে দারুন সুবিধা পাওয়ার জন্যই গ্রাহকের মন জিতেছে এই ফোন। ভারতের প্রত্যেক নাগরিক মাত্র 501 টাকায় একটি স্মার্টফোন কিনতে পারেন। ফিচারে কোন অংশে কম নয় এই ফোন। ভারতে তৈরী এই ফোন ভারতের জন্য তৈরী।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন