সম্প্রতি ইন্টারনেটে একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এই খবর সত্যি হলে Android Q ভার্সানে ডার্ক মোড যোগ গতে চলেছে। পরবর্তী Android ভার্সানের নাম হবে Android Q। জানা গিয়েছে Android 10 Q তে যোগ হবে ডার্ক মোড। তবে এই ভার্সানের নাম প্রকাশ হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে।
আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান
অনেক দিন ধরেই Android এ ডার্ক মোড যোগ হওয়ার জল্পনা চলছিল। Android 5.0 Lollipop ভার্সানে মেটিরিয়াল ডিজাইন যোগ করার আগে Android অপারেটিং সিস্টেমের বেশিরভাগ জায়গা কালো থাকতো। বিশেষ করে সিস্টেম সেটিংস। সম্প্রতি Google স্বীকার করেছে শুধু OLED নয় LCD ডিসপ্লেতেও ডার্ক মোডে ব্যাটারি বাঁচে। তাই আবার Android অপারেটিং সিস্টেমে মেটিরিয়াল ডিজাইন বাদ দিয়ে ডার্ক মোডে ফিরে যেতে চাইছে Google।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
তবে Android অপারেটিং সিস্টেমের সাথেই কোম্পানির একাধিক অ্যাপেও ডার্ক মোড যোগ করতে পারে Google। এই বছর Google I/O ইভেন্টে ডেভেলপারদের সাথে বৈঠকে এই বিষয়ে বিস্তারে জানাবে মার্কিন টেক জায়েন্ট কোম্পানিটি। পরে অক্টোবরে বাজারে আসবে নতুন Android Q।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন