2016 সালে এই প্রতারণা প্রথম সামনে এসেছিল। আবার WhatsApp এর মধ্যেই জনপ্রিয় হয়েছে WhatsApp Gold এর একটি মেসেজ। অনেকেই না জেনে এই মেসেজ দেদার শেয়ার করছে। WhatsApp Gold আসলে প্রতারণা ছাড়া কিছুই না।
WhatsApp Gold আসলে প্রতারণা ছাড়া কিছুই না
আবার ফিরে এল ‘WhatsApp Gold'। 2016 সালে এই প্রতারণা প্রথম সামনে এসেছিল। আবার WhatsApp এর মধ্যেই জনপ্রিয় হয়েছে WhatsApp Gold এর একটি মেসেজ। অনেকেই না জেনে এই মেসেজ দেদার শেয়ার করছে। WhatsApp Gold আসলে প্রতারণা ছাড়া কিছুই না। আগের বার WhatsApp Gold নামে একটি ভুয়ো অ্যাপ ইনস্টল করতে বাধ্য করেছিল এই ভুয়ো মেসেজ। যা আসলে একটি ম্যালওয়্যার ছিল। সম্প্রতি আবার WhatsApp Gold এর সেই মেসেজ ফিরে এসেছে বলে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে জানা গিয়েছে।
আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ
আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার
তবে নতুন এই মেসেজের সূত্রপাত স্পেনে। 2017 সালে স্পেনের পুলিশ এই বিষয়ে টুইটারে পোস্ট করেছিলেন। নতুন মেসেজে একটি ভিডিও দেখা যাচ্ছে। এই ভিডিওর হাত ধরেই গ্রাহকের ফোনে ম্যালওয়্যার পৌঁছে যাবে। ভিডিও দেখার 10 সেকেন্ডের মধ্যেই হ্যাক হগত্যে পারে স্মার্টফোন।
আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান
তবে এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন ভিডিও থেকে ফোনে ম্যালওয়্যার পৌঁছানো সম্ভব না। তবে ফোন থেকে যে কোন ধরনের লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হওয়া উচিত। এছাড়াও কোন মেসেজের সত্যতা যাচাই না করেই হাজার হাজার মানুষের সাথে তা শেয়ার করার বুরুদ্ধে সরব হয়েছেন এই সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 10 Lite
কোন ভাবেই নিজের ফোনে ‘WhatsApp Gold' নামে কোন সার্ভিস ইনস্টল করার চেষ্টা করবেন না। সব সময় Google Play Store আর App Store থেকেই WhatsApp আপডেট ডাউনলোড করুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video