ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা। তবে Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে। Flipkart, Mi.com আর Mi Home থেকে এই টিভি দুটি কেনা যাবে। 16 জানুয়ারি শুরু হবে বিক্রি।
Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা
ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল লঞ্চ করল Xiaomi। দুটি টিভিতেই কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস থাকছে। Mi TV 4X Pro তে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ। তবে Mi TV 4A Pro তে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ। 55 ইঞ্চি মডেলে রয়েছে 4K 10bit প্যানেল আর 43 ইঞ্চি মডেলে রয়েছে 1080p 8bit প্যানেল। একই ইভেন্টে 4,999 টাকা দামে একটি সাউন্ডবার লঞ্চ করেছে চিনের কোম্পানিটি।
আরও পড়ুন: Redmi 6 Pro এর দাম কমালো Xiaomi
ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা। তবে Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে। Flipkart, Mi.com আর Mi Home থেকে এই টিভি দুটি কেনা যাবে। 16 জানুয়ারি শুরু হবে বিক্রি।
![]()
Xiaomi Mi LED TV 4A Pro 43 ইঞ্চি
দুটি টিভিতেই থাকছে 20W স্পিকার। থাকছে পাতলা বেজেল। বিল্ট ইন Chromecast সাপোর্ট থাকবে টিভিগুলিতে। থাকছে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস।
55 ইঞ্চি মডেলে রয়েছে 4K 10bit প্যানেল আর 43 ইঞ্চি মডেলে রয়েছে 1080p 8bit প্যানেল। Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলে থাকছে Wi-Fi 802.11 b/g/n (2.4GHz/5GHz), Bluetooth v4.2, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি S/PDIF পোর্ট আর একটি ইথারনেট পোর্ট। Mi TV 4X Pro তে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ। তবে Mi TV 4A Pro তে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video