রতে নতুন সাউন্ডবার লঞ্চ করেছে Xiaomi। এর সাথেই ভারতে লঞ্চ হয়েছে Mi LED TV 4X Pro 55 ইঞ্চি মডেল আর Mi LED TV 4A Pro 43 ইঞ্চি মডেল।
Xiaomi Mi Soundbar price in India is set at Rs. 4,999
বৃহস্পতিবার ভারতে নতুন সাউন্ডবার লঞ্চ করেছে Xiaomi। এর সাথেই ভারতে লঞ্চ হয়েছে Mi LED TV 4X Pro 55 ইঞ্চি মডেল আর Mi LED TV 4A Pro 43 ইঞ্চি মডেল। এই লঞ্চ ইভেন্টে সাউন্ডবারে দাম ও স্পেসিফিকেশান জানিয়েছে চিনের কোম্পানিটি। মাত্র 30 সেকেন্ডে এই ডিভাইস সেট আপ করা যাবে।
আরও পড়ুন: Redmi 6 Pro এর দাম কমালো Xiaomi
ভারতে Mi Soundbar এর দাম 4,999 টাকা। 16 জানুয়ারি দুপুর 12 টা থেকে বিক্রি শুরু হবে এই ডিভাইস। Mi.com আর Mi Home থেকে পাওয়া যাবে Xiaomi –র সাউন্ডবারটি।
Mi Soundbar এ থাকছে দুটি 20 মিমি ডোম স্পিকার। সাথে থাকছে দুটি 2.5 ইঞ্চি উফার। এই চারটি স্পিকার ও উফারের মাধ্যমে সব ধরনের তরঙ্গদৈর্ঘের শব্দ পাওয়া যাবে। মাত্র 30 সেকেন্ডে সহজে এই সাউন্ডবার সেট আপ করা যাবে। কানেক্টিভিটির জন্য থাকছে Bluetooth v4.2, S/PDIF, Optical, Line-in আর 3.5 মিমি aux-in। কোম্পানি জানিয়েছে যে কোন টিভির সাথে এই সাউন্ডবার কাজ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show