ডিসেম্বর মাসে ডাউনলড স্পিড কমেছে Jio নেটওয়ার্কে। তাও ভারতে ডাউনলোড স্পিডে এক নম্বর স্থান ধরে রেখেছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি TRAI এর MySpeed অ্যাপ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ডিসেম্বর মাসে গোটা ভারতে Jio নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পিড ছিল 18.7 Mbps। অক্টোবর মাস থেকেই Jio নেটওয়ার্কের স্পিড কমছে। তাও এক নম্বর স্থান ধরে রাখরে সক্ষম হয়েছে মুম্বাইএর কোম্পানিটি।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা
ডিসেম্বর মাসে গোটা ভারতে Jio নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পিড ছিল 18.7 Mbps। নভেম্বর মাসে Jio নেটওয়ার্কে 20.3 Mbps ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছিল। 9.8 Mbps স্পিডে ডাউনলোড স্পিডে দুই নম্বরে রয়েছে Airtel (নভেম্বরে ডাউনলোড স্পিড ছিল 9.7 Mbps)। তিন ও চার নম্বরে রয়েছে Vodafone ও Idea। Vodafone এ ডিসম্বরে গড় ডাউনলোড স্পিড ছিল 6.3 Mbps (নভেম্বরে ডাউনলোড স্পিড 6.8 Mbps) আর Idea তে ডিসেম্বর মাসের গর ডাউনলোড স্পিড ছিল 6.0 Mbps (নভেম্বরে ডাউনলোড স্পিড6.2 Mbps)।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel
অক্টোবর থেকেই Jio –র স্পিড কমতে শুরু হরেছে। অক্টোবর মাসে Jio নেটওয়ার্কের গড় স্পিড ছিল 22.3 Mbps।
আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে Vodafone
আরও পড়ুন: নতুন নিয়মে 153 টাকা বেস প্যাকে 100 টি চ্যানেল দেখা যাবে
আপলোড স্পিডে এক নম্বরে রয়েছে Idea। ডিসেম্বর মাসে Idea নেটওয়ার্কের গড় আপলোড স্পিড ছিল 5.3 Mbps। আপলোড স্পিডে দুই নম্বর স্থানে Vodafone (5.1 Mbps)। ডিসেম্বর মাসে আপ্লোড স্পিডে তিন ও চার নম্বরে রয়েছে Jio (4.3 Mbps) আর Airtel (3.9 Mbps)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন