TRAI জানিয়েছে নতুন নিয়মে 31 জানুয়ারির আগে গ্রাহককে চ্যানেলের তালিকা পছন্দ করতে হবে। নতুন প্যাকে না এলে গ্রাহকের টিভির কানেকশান বন্ধ হয়ে যাবে।
বেস প্যাকের জন্য 130 টাকা (ট্যাক্স দিয়ে 153.40 টাকা) খরচ হবে গ্রাহকের
বেস প্যাকে 100 টি চ্যানেল (স্ট্যান্ডার্ড ডেফিনেশান) দেখা যাবে। এই কথা জানিয়েছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া। এই 100 টি চ্যানেল ফ্রি অথবা পেইড চ্যানেল হতে পারে। বেস প্যাকের জন্য 130 টাকা (ট্যাক্স দিয়ে 153.40 টাকা) খরচ হবে গ্রাহকের।
“অনেক ব্রডকাস্টার কোম্পানি একসাথে তাদের চ্যানেলের প্যাক নিয়ে সেছে। গ্রাহকের জেনে রাখা প্রত্যোজন চাইলে প্রতিটি চ্যানেল আলাদা করে বেছে নেওয়া যাবে।” এক বিবৃতিতে জানিয়েছে TRAI।
আরও পড়ুন: এই রকেটে চেপে মঙ্গল গ্রহে পাড়ি দেবে মানুষ!
টিভি স্ক্রিনে প্রত্যেকটি চ্যানেলের দাম আলাদা করে দেখে নেওয়া যাবে। তবে সেই দামের উপরে ডিসকাউন্ট দিতে পারে কেবেল অপারেটার।
TRAI জানিয়েছে নতুন নিয়মে 31 জানুয়ারির আগে গ্রাহককে চ্যানেলের তালিকা পছন্দ করতে হবে। নতুন প্যাকে না এলে গ্রাহকের টিভির কানেকশান বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
Tata Sky ছাড়া সব DTH অপারেটার ইতিমধ্যেই সব চ্যানেলের দামের তালিকা প্রকাশ করেছে। শুরুতে TRAI জানিয়েছিল 29 ডিসেম্বরের মধ্যে নতুন প্যাক শুরু হবে। কিন্তু কিছু সমস্যা থাকায় সেই সময়সীমা বাড়িয়ে 31 জানুয়ারি করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online