সম্প্রতি রেট্রো-লুকিং একটি রকেটের ছবি প্রকাশ করেছেন SpaceX প্রধান ইলন মাস্ক। Starship নামের এই রকেটে চেপেই একদিন মঙ্গলের মাটিতে পাড়ি দেবে মানুষ।
গত সপ্তাহে টুইটারে স্টারশিপ প্রোটোটাইপের ছবি পোস্ট করেছেন ইলন মাস্ক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টেক্সাস থেকে প্রথম উড়ানের প্রস্তুতিতে ব্যাস্ত স্টারশিপ।
টুইটারে ইলন বলেন, “টেক্সাসে SpaceX লঞ্চ সাইটে প্রথম উড়ানের জন্য তৈরী স্টারশিপ।”
আরও পড়ুন: ভবিষ্যতে আমার মঙ্গল গ্রহে বসবাসের সম্ভাবনা ৭০ শতাংশ: ইলন মাস্ক
আরও পড়ুন: 2019 সালে 32 টি মহাকাশ অভিযান চালাবে ISRO
এই প্রোটোটাইপ রকেটের ব্যাসার্ধ আট মিটার। শুরুতে পৃথিবী থেকে একাধিকবার উৎক্ষেপনের পরে কয়েক মাইল উপরে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসার পরীক্ষা চালাবে এই রকেট। মার্চ অথবা এপ্রিল মাসে এই পরীক্ষা শুরু হবে। পরে কক্ষপথে পাঠানো হয়ে এই রকেটকে।
SpaceX জানিয়েছে এই রকেটে চেপে একদিন পৃথিবীর এক শহর থেকে অন্য শহরে যাতায়াত শুরু করবে মানুষ। এছাড়াও এই রকেটে চেপেই চাঁদ ও মঙ্গলে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে মানুষ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন