সবে শুরু হয়েছে 2019। এর মধ্যেই ভারতে একের পর এক স্মার্টফোনের দাম কমিয়েছে Xiaomi। বছর দুই হল ভারতে এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের তকমা ধরে রেখেছে চিনের কোম্পানিটি। কম দামে মধ্যবিত্তের হাতে আকর্ষনীয় স্পেসিফিকেশান তুলে দিয়ে সুপারহিট হয়েছে Xiaomi।কোন হার্ডওয়্যার প্রোডাক্টে 5 শতাংশের বেশি লাভ করে না বেজিং এর কোম্পানিটি। সেই মন্ত্রে টিকে থাকতে 2019 সালের শুরুতেই একের পর এক স্মার্টফোনের দাম কমিয়েছে Xiaomi। এই সব ফোন 2018 সালে লঞ্চ হয়েছিল। সম্প্রতি উৎপাদনে খরচ কমায় পরপর স্মার্টফোনের দাম কমিয়েছে চিনের কোম্পানিটি।
আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7
4GB RAM ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমলেও 6GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে 2,000 টাকা। এখন 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 12,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 13,999 টাকা।
ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।
আরও পড়ুন: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?
নতুন দামে ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi Y2 কিনতে খরচ হবে 8,999 টাকা। Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা।
ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।
Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।
আরও পড়ুন: এই Redmi ফোনগুলিতে শিঘ্রই পৌঁছে যাবে Android Pie আপডেট
দাম কমে ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজে Redmi 6 কিনতে 9,999 টাকা খরচ হবে। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরচ হবে 11,999 টাকা।
ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।
Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।
32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাবে। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর নতুন দাম 7,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে 8,999 টাকা। Flipkart আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।
Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
আরও পড়ুন: ভারতে দুটি নতুন স্মার্টটিভি নিয়ে এল Xiaomi
নতুন দামে 6GB RAM আর 128GB স্টোরেজে Mi A2 ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 কিনতে 13,999 টাকা খরচ হবে। চারটি আলাদা রঙে পাওয়া যাবে Mi A2।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন