Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে iPhone 15 কিনলে 1,559 টাকা ক্যাশব্যাক মিলবে।
Photo Credit: Apple
iPhone Air is available with a massive discount on Amazon Great Republic Day Sale 2026
আজ শুক্রবার Amazon Great Republic Day Sale 2026 শুরু হয়েছে। এই সেলে বাজেট থেকে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম Android স্মার্টফোনে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার আপনি যদি আপনার iPhone আপগ্রেড করতে চান বা Android থেকে Apple-এর ইকোসিস্টেমে আসার পরিকল্পনা করেন, তাহলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল নিঃসন্দেহে সেরা সুযোগ হতে পারে। কারণ কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে, যার মধ্যে রয়েছে iPhone 17 Pro Max ও iPhone 17 Pro। এছাড়াও, iPhone 15-এর দামও বাজেটের মধ্যে চলে এসেছে। এই প্রতিবেদনে আইফোনের উপর টপ ডিলের খোঁজ রইল।
iPhone 15 সাধারণত অন্য সময় 59,990 টাকায় বিক্রি হয়। তবে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ফোনটি 51,999 টাকায় (128 জিবি স্টোরেজ ভার্সন) কেনা যাচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করলে সাশ্রয়ের অঙ্ক আরও বেড়ে যাবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,559 টাকা ক্যাশব্যাক মিলবে। আপনি ফোনটি এখান থেকে কিনতে পারেন।
জানিয়ে রাখি, আইফোন 15 মডেলে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে আছে, যা 2000 নিট পিক ব্রাইটনেস, HDR10, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এই হেক্সা-কোর Apple A17 প্রসেসর রয়েছে। এটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে সেন্সর শিফ্ট OIS সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে৷
গত বছর iPhone 17 সিরিজের অন্যতম চমক ছিল iPhone Air। এটি অ্যাপলের সবচেয়ে স্লিম ফোন (5.6 মিমি)। ফোনটি 1,19,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে। বর্তমানে মডেলটি অ্যামাজনে 92,499 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 27,400 টাকা সরাসরি ডিসকাউন্ট মিলছে। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 2,774 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। আপনি ফোনটিকে অফারের সাথে এখানে পেয়ে যাবেন।
স্পেসিফিকেশনের কথা বললে, আইফোন এয়ার 6.5 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি A19 Pro চিপসেট দ্বারা চালিত৷ ফোনের পিছনে একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে৷ সামনে 18 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
iPhone 17 Pro Max-এর-এর দাম 1,49,900 টাকা থেকে কমে 1,40,400 টাকায় নেমে এসেছে। তবে সরাসরি ছাড় নয়, এই দামের মধ্যে কুপন ও ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে। আইফোনের সবচেয়ে দামি মডেলটি আপনি এখানে ক্লিক করে কিনতে পারবেন৷ অন্য দিকে, iPhone 17 Pro সমস্ত অফার যোগ করে 1,25,400 টাকায় কেনা যাবে। এখানে প্রোডাক্ট পেজের লিঙ্ক দেওয়া হল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Magic 8 Pro Air Key Features Confirmed; Company Teases External Lens for Honor Magic 8 RSR Porsche Design
Resident Evil Requiem Gets New Leon Gameplay at Resident Evil Showcase