2019 সালের শুরুতেই Redmi Note 5, Redmi 6 Pro আর Redmi S2 ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android 9 Pie। সম্প্রতি MIUI ফোরামে এক পোস্ট থেকে এই খবর জানা গিয়েছে। একই সাথে Xiaomi Mi 6X ফোনেও পৌঁছাবে এই আপডেট। তবে ঠিক কবে এই আপডেট পৌঁছাবে এই পোস্ট থেকে তা জানা যায়নি। চিনে Redmi Note 5, Redmi 6 Pro, Redmi S2, Xiaomi Mi 6X ফোনগুলির ভারতে যথাক্রমে Redmi Note 5 Pro, Redmi 6 Pro আর Redmi Y2 নামে বিক্রি হয়।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
MIUI ফোরামের ঐ পোস্টে জানানো হয়েছে ইতিমধ্যেই Mi 8, Mi Mix 2S, Mi 8 Explorer Edition, Mi 8 Screen Fingerprint Edition, Mi 8 SE, Mi Max 3 আর Mi 8 Youth Edition ফোনে Android 9 Pie আপডেট পৌঁছেছে। এছাড়াও Mi A1, Mi A2 আর Poco F1 ফোনে লেটেস্ট Android 9 Pie আপডেট পৌঁছেছে। এর পরেই Redmi Note 5, Redmi 6 Pro, Redmi S2 আর Xiaomi Mi 6X ফোনে এই আপডেট পৌঁছাবে।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
সম্প্রতি Xiaomi জানিয়েছে Mi 5 আর Redmi Note 3 ফোনে আর Android আপডেট পৌঁছাবে না। সম্প্রতি এই দুটি ফোনে MIUI 10 আপডেট পৌঁছেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন