Redmi 6 Pro তে রয়েছে 5.84 ইঞ্চি 19:9 ডিসপ্লে, Snapdragon 625 চিপসেট, 4000mAh ব্যাটারি, ফেস আনলক, বিউটিফিকেশান ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার।
লঞ্চ হল Xiaomi Redmi 6 Pro। রবিবার চিনে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi 6 Pro তে রয়েছে 5.84 ইঞ্চি 19:9 ডিসপ্লে, Snapdragon 625 চিপসেট, 4000mAh ব্যাটারি, ফেস আনলক, বিউটিফিকেশান ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। Redmi 6 Pro এর ডিসপ্লের উপরে iPhone X এর মতো একটি কালো নচ রয়েছে। Redmi সিরিজের প্রথম কোন ফোনে এই রকম কালো নচ দেখা গেল। এই একই ইভেন্টে Mi Pad 4 ট্যাবলেট লঞ্চ করেছে Xiaomi।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Xiaomi Redmi 6 Pro। চিনে Redmi 6 Pro এর 3GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,400 টাকা)। 4GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 12,500 টাকা)। আর সবথেকে উপরের 4GB, 64GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,299 ইউয়ান (প্রায় 13,600 টাকা)। 26 জুন, মঙ্গলবার বেলা 10 টা থেকে চিনে Redmi 6 Pro এর বিক্রি শুরু হবে। ব্ল্যাক ব্লু, গোল্ড, পিঙ্ক ও রেড কালা ভেরিয়েন্টে Redmi 6 Pro পাওয়াআবে।
ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।
Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।
32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাএ। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Spots Starquakes in a Red Giant Orbiting One of the Galaxy’s Quietest Black Holes
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds