Mi A1 ফোনে Android 9.0 Pie আপডেটের সাইজ 1.7GB। বাংলাদেশের একাধিক Mi A1 গ্রাহক এই আপডেট পেতে শুরু করেছেন বলে অন্য এক ব্লগ পোস্টে জানানো হয়েছে।
Mi A1 ফোনে Android 9.0 Pie আপডেটের সাইজ 1.7GB
Mi A1 ফোনে লেটেস্ট Android 9.0 Pie আপডেট পৌঁছাতে শুরু করল। এতদিন এই ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলত। Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হয়েছিল Mi A1। ফলে এই ফোনের হার্ডওয়্যার Xiaomi বানালেও সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে Google। অন্য সব Android One স্মার্টফোনের মতোই 2018 সালেই Mi A1 Android 9.0 Pie আপডেট পৌঁছে গেল। সপ্তাহ দুই আগেই Mi A2 ফোনে এই আপডেট পৌঁছেছিল।
আরও পড়ুন: ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Redmi Note 6 Pro
সম্প্রতি MIUI ফোরামে এক পোস্টে জানানো হয়েছে নতুন Android 9.0 Pie আপডেটে Mi A1 ফোনে এফএম রেডিও যোগ হয়েছে। এর সাথেই আপডেটের পরে Android 9.0 Pie আপয়ারেটিং সিস্টেমের সব খরব Mi A1 ফোনে পৌঁছে যাবে। তবে ভারতের Mi A1 গ্রাহকরা এখনও এই আপডেট পেতে শুরু করেননি। Android 9.0 Pie আপডেটের পরেই এই ফোনে ডুয়াল 4G VoLTE সাপোর্ট চলে আসবে।
আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi
![]()
Photo Credit: MIUI forums
তবে এই আপডেটে এখনও কিছু বাগ রয়েছে বলে জানা গিয়েছে। এই পোস্টে এক গ্রাহক জানিয়েছেন ক্যাপাসিটিভ নেভিগেশান বাটন বন্ধ না করেই Mi A1 ফোনের Android 9.0 Pie আপডেটে জেসচার নেভিগেশান যোগ হয়েছে। এছাড়াও ব্যাটারি হিস্ট্রি বিভাগে ভুল তথ্য দেখাচ্ছে এই আপডেট।
Mi A1 ফোনে Android 9.0 Pie আপডেটের সাইজ 1.7GB। বাংলাদেশের একাধিক Mi A1 গ্রাহক এই আপডেট পেতে শুরু করেছেন বলে অন্য এক ব্লগ পোস্টে জানানো হয়েছে। নিজের ফোনে এই আপডেট পৌঁছেছে কী না জানতে দেখে নিন Settings > Software updates > Check for Updates।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
My Hero Academia Vigilantes Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Can This Love Be Translated is Coming Soon on Netflix: What You Need to Know
Theeyavar Kulai Nadunga OTT Release Date: When and Where to Watch it Online?
Emily in Paris Season 5 OTT Release Date: When and Where to Watch it Online?