ভারতে 6GB RAM আর 128GB স্টোরেজে Mi A2 ফোনের দাম 19,999 টাকা। অন্যদিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা।
6GB RAM আর 128GB স্টোরেজে Mi A2 ফোনের দাম 19,999 টাকা
নতুন ভেরিয়েন্টে বাজারে এল Xiaomi Mi A2। এখন ভারতে শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যায় Xiaomi Mi A2। এবার 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল এই স্মসার্টফোন। জুলাই মাসে সারা বিশ্বে Mi A2 ফোন লঞ্চ করেছিল Xiaomi। স্টক অপারেটিং সিস্টেম সহ জলদি সব Android আপডেট পৌঁছে যাবে Mi A2 ফোনে। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 ফোনের উত্তরসূরী নতুন Mi A2 ফোন।
ভারতে 6GB RAM আর 128GB স্টোরেজে Mi A2 ফোনের দাম 19,999 টাকা। অন্যদিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। যদিও এই ভেরিয়েন্ট এখন 14,999 টাকায় পাওয়া যাচ্ছে। চারটি আলাদা রঙে পাওয়া যাবে Mi A2।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung's One UI 8.5 Beta Update Rolls Out to Galaxy S25 Series in Multiple Regions
Elon Musk Says Grok 4.20 AI Model Could Be Released in a Month