প্রয়োজন মতো নিজে থেকেই টাইট হয়ে যায় Nike Adapt। পারফর্মেন্স ট্র্যাকিং এর জন্য জুতোর মধ্যে থাকছে অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপ। এই দুটি সেন্সার ব্যবহার করে প্রতি দুই সপ্তাহে গ্রাহককে পারফর্মেন্সের খতিয়ান পাঠাবে Nike।
Nike Adapt এর দাম 350 মার্কিন ডলার (প্রায় 25,000 টাকা)
নতুন স্মার্ট স্নিকার লঞ্চ করল Nike। এই স্নিকার ব্যবহার করে গ্রাহকের ফিটনেস সম্পর্কিত একাধিক তথ্য সংগ্রহ কররে কোম্পানি। মঙ্গলবার লঞ্চ হয়েছে নতুন Nike Adapt। রিয়েল টাইমে পারফর্মেন্স ট্র্যাক করতে পারবে এই জুতো। তবে চাইলে গ্রাহক নিজের ব্যাক্তিগত তথ্য কোম্পানির সাথে শেয়ার বন্ধ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের একাধিক আকর্ষনীয় ফিচার থেকে বঞ্চিত থাকতে হবে গ্রাহককে। Nike Adapt এর দাম 350 মার্কিন ডলার (প্রায় 25,000 টাকা)।
আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone
এই জুতোয় কোন ফিতে নেই। প্রয়োজন মতো নিজে থেকেই টাইট হয়ে যায় Nike Adapt। পারফর্মেন্স ট্র্যাকিং এর জন্য জুতোর মধ্যে থাকছে অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপ। এই দুটি সেন্সার ব্যবহার করে প্রতি দুই সপ্তাহে গ্রাহককে পারফর্মেন্সের খতিয়ান পাঠাবে Nike।
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
খেলোয়াড়দের পারফর্মেন্সের উন্নতিতে এই জুতো কাজে লাগবে বলে জানিয়েছে Nike। কোম্পানির প্রধান জানিয়েছেন, “জিয়োয় স্মার্টফোন বেঁধে নেওয়ার মতোই কাজ করবে এই Nike Adapt।”
আরও পড়ুন: নতুন নিয়মে 153 টাকা বেস প্যাকে 100 টি চ্যানেল দেখা যাবে
2017 সালে প্রথম অটো লেসিং জুতো লঞ্চ করেছিল Nike। অল্প পরিমানে সেই জুতো বিক্রি করেছিল মার্কিন কোম্পানিটি। দাম ছিল 720 ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে Nike স্টোর থেকে কেনা যাবে Nike Adapt। এই সপ্তাহের শেষে একটি বাস্কেটবল ম্যাচে বস্টন সেলটিকে তারকা খেলোয়াড় জেসন টাটুম Nike Adapt পায়ে গনিয়ে কোর্টে নামবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More