দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
Photo Credit: Twitter/ Harsh Vardhan
নাগরিকদের প্রশ্নের উত্তর দিতে বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টুইটারে এই জন্য একটি বিশেষ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। @CovidIndiaSeva ট্যুইটারে অ্যাকাউন্ট ট্যাগ করে ট্যুইটারে COVID-19 সম্পর্কে যে কোন প্রশ্ন করলে কর্তৃপক্ষের তরফ থেকে জবাব মিলবে।
@CovidIndiaSeva হ্যান্ডল ট্যাগ কররে দেশের নাগরিকরা ট্যুইটারে COVID-19 সম্পর্কে যে কোন প্রশ্নের উত্তর জাততে পারবেন। রোগের লক্ষণ, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারে জানা যাবে। যদিও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই উত্তর মিলবে। কোন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন না স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা।
এই পরিষেবা শুরু করে ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন বলেন, “সাধারণ মানুষের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেবেন বিশেষজ্ঞরা। নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্যই এই উদ্যোগ। এখনই নিজের প্রশ্ন পোস্ট করুন।”
Zoom-এর বিকল্প অ্যাপ তৈরি করলে মিলবে কোটি টাকা পুরস্কার, ঘোষণা কেন্দ্রের
ইতিমধ্যেই @CovidIndiaSeva ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর আসতে শুরু করেছে। NDTV-র সাংবাদিক অখিলেশ শর্মা প্রশ্ন করেছিলেন, “সবার মনে একটাই প্রশ্ন, আমরা কি যথেষ্ট পরীক্ষা করছি? COVID সংক্রমিত এলাকায় র্যাপিড অ্যান্টিবডি রক্ত পরীক্ষার কী অবস্থা?”
উত্তরে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি জানিয়েছেন, “এই মুহূর্তে 204 সরকারী ল্যাব ও 86 বেসরকারি ল্যাবে পরীক্ষা চলছে। গোটা দেশে 16,000 সেন্টার থেকে নমুনা সংগ্রহ চলছে। ইতিমধ্যেই 4,05,320 মানুষকে পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমিত এলাকায় র্যাপিড টেস্ট করার অনুমতি দিয়েছে কেন্দ্র।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces