নতুন Airtel 4G Hotspot গ্রাহকদের জন্য অবিশ্বাস্য প্ল্যান নিয়ে এল কোম্পানি। নতুন অফারে 224 দিন প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন নতুন গ্রাহকরা। আপাতত শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে গুরুগ্রামের কোম্পানিটি। JioFi এর সাথে প্রতিযোগিতায় নতুন এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে Airtel।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এই প্ল্যানে নতুন Airtel 4G Hotspot গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। নতুন প্ল্যানের ভ্যালিডিটি 224 দিন। সিম কার্ডে Airtel 4G Hotspot ডিভাইসে ব্যবহারের 48 ঘন্টার মধ্যে এই প্ল্যান শুরু হয়ে যাবে।
“Airtel 4G Hotspot ডিভাইসে সিম কার্ড ব্যবহার করলে এই অফার শুরু হবে। একটি ডিভাইস থেকে একটি মাত্র সিম কার্ডে এই অফার শুরু করা যাবে।” কোম্পানির ওয়েবসাইটে জানিয়েছে Airtel।
তবে নির্দিষ্ট কোন রিচার্জের সাথেই এই অফারের সুবিধা পাওয়া যাবে কি না জানা যায়নি। ইতিমধ্যেই এই বিষয়ে আমরা Airtel কে জিজ্ঞাসা করেছিল এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই অফারের খবর সামনে এসেছে। মে মাসে Airtel 4G Hotspot গ্রাহকদের দিনে 1.5 GB ডেটা দিতে শুরু করেছিল কোম্পানি। তবে সেই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 84 দিন। জুলাই মাসে পোস্টপেড গ্রাহকদের 1,000 টাকা ক্যাশব্যাক দিতে শুরু করেছিল Airtel। Airtel 4G Hotspot এর সাথে 399 টাকা আর 499 টাকা পোস্টপেড প্ল্যানে এই অফার পাওয়া যাচ্ছিল। Airtel 4G Hotspot এর দাম 2,000 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন