Airtel 4G Hotspot কিনলে 1,000 টাকা ক্যশব্যাক দিতে শুরু করল Airtel। এর ফলে 2,000 টাকায় এই ডিভাইস বিক্রি শুরু করল গুরুগ্রামের কোম্পানিটি। তবে ডিভাইস কেনার পরে গ্রাহকের অ্যাকাউন্টে 1,000 টাকা ক্যাশব্যাক পাঠিয়ে দেওয়া হবে। আপাতত শুধুমাত্র পোস্টপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে Airtel।
সম্প্রতি পোর্টেবেল হটস্পট ডিভাইসের দাম কমিয়ে 999 টাকা করেছিল Airtel। এমনকি মাসে 399 টাকা সহজ কিস্তিতে এই ডিভাইস বিক্রি করছিল Airtel। নতুন ক্যাশব্যাক অফার আসার পরে এই ডিভাইসের দাম বেড়ে 2,000 টাকা হয়েছে।এর উপরে থাকছে 1,000 টাকা ক্যাশব্যাক।
প্রথম গ্রাহককে 2,000 টাকা দিয়ে Airtel 4G Hotspot কিনিতে হবে। এর পরে পোস্টপেডে মাসিক 399 টাকা অথবা 499 টাকা প্ল্যান পছন্দ করতে হবে গ্রাহককে। 399 টাকা প্ল্যানে মাসে 50GB আর 499 টাকা প্ল্যানে মাসে 75GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে ডেটা রোল ওভারের সুবিধা।
TelecomTalk ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। এছাড়াও Airtel 4G Hotspot কিনলে গ্রাহককে 300 টাকা এক্টিভেশন ফি দিতে হবে। এর পরেই গ্রাহকের অ্যাকাউন্টে 1,000 টাকা ক্যাসব্যাক পৌঁছে যাবে। পরে বিল পেমেন্টের সময় এই 1,000 টাকা ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন