সম্প্রতি একাধিক প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি ডেটা আর বিনামূল্যে জীবন বিমা দিতে শুরু করেছে Airtel। 129 টাকা প্রিপেড প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। অন্যদিকে HDFC Life আর Bharti AXA এর সাথে হাত মিলিয়ে 249 টাকা প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে 4 লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি।
129 টাকা প্রিপেড প্ল্যানে Airtel গ্রাহকরা এখন থেকে দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এর সাথেই থাকছে আনলিমিটেড কল দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। আগেও এই প্ল্যানে সাথে এই সুবিধা পাওয়া যেত। Airtel 129 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা।
249 টাকা প্রিপেড প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা বা কল এর সুবিধা না দিলেও এই প্ল্যানের সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে Airtel। HDFC Life অথবা Bharati AXA এর সাথে হাত মিলিয়ে এই সুবিধা দেবে টেলিকম কোম্পানিটি। সাথে থাকছে Airtel TV Premium সাবস্ক্রিপশান আর নতুন 4G ফোন কিনলে 2000 টাকা ক্যাশব্যাক। 249 টাকা এয়ারটেল প্রিপেড রিচার্জে দিনে 2GB ডেটা ব্যবহার করা যায়। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা। 249 টাকা প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
TelecomTalk ওয়াবসাইটে প্রথম Airtel প্রিপেড প্ল্যানের সাথে জীবন বিমার খবর সামনে আসে। তবে এই সুবিধা পেতে Airtel গ্রাহকের বয়স 18 থেকে 54 বছরের মধ্যে হতে হবে। এই সুবিধা চালিয়ে যেতে গ্রাহককে প্রতিবার 249 টাকা প্রিপেড রিচার্জ চালিয়ে যেতে হবে। Airtel গ্রাহককে SMS করে এই বিমা পরিষেবা শুরু করতে হবে। সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। একবার রেজিস্টার হয়ে গেলে Airtel Thanks অ্যাপ থেকে বিমার নিমিনি, ঠিকানা ও অন্যান্য তথ্য বদল করা যাবে। এছাড়াও Airtel স্টোর থেকে এই কাজ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন