1,699 টাকা প্ল্যানে আগের থেকে 40 শতাংশ বেশি ডেটা দিতে শুরু করল Airtel। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার থেকে 1,699 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 1.4GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। Airtel প্রিপেডে 1,699 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। 1,699 টাকা প্রিপেড প্ল্যানে এখনও দিনে 1GB ডেটা দেয় Vodafone।
Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 1,699 টাকা প্ল্যানে এবার থেকে দিনে 1.4GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকচঘে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা। জানুয়ারি মাসে প্রথম 1,699 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Airtel। লঞ্চের সময় থেকেই এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
1,699 টাকা প্ল্যানের উপরের সুবিধার সাথেই বিনামূল্যে থাকছে Airtel TV Premium, Zee5 আর Hooq সাবক্রিপশন। Airtel TV তে থাকছে 350 -র বেশি লাইভ চ্যানেল। এছাড়াও থাকছে বিনামূল্যে Wynk Music সাবস্প্রিপশন।
আগে 1,699 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করতে দিত Airtel। এই প্লক্যানে অন্য কোন সুবিধায় পরিবর্তন হয়নি। এখনও 1,699 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা দিচ্ছে Vodafone। তবে এই প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করার সুবিধা পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা।
সম্প্রতি 399 টাকা, 448 টাকা, 499 টাকা রিচার্জে অতিরিক্ত 400\MB ডেটা দিতে শুরু করেছে Airtel। এই প্ল্যানগুলিতে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন