একাধিক প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ডেটা দিতে শুরু করল Airtel। 399 টাকা, 448 টাকা, 499 টাকা প্ল্যানে দিনে অতিরিক্ত 400 MB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই তিনটি প্ল্যানে যথাক্রমে দিনে 1.4GB, 1.9GB আর 2.4GB ডেটা পাওয়া যাবে।
499 তাকা প্ল্যানে আগে দিনে 2GB ডেটা পাওয়া যেত। নতুন অফারে 499 টাকা প্ল্যানে দিনে 2.4GB ডেটা পাওয়া যাচ্ছে। সাথে থাকছে Airtel প্রিমিয়াম টিভি সাবস্ক্রিশন। এখানে 350 -র বেশি লাইভ টিভি আর 10,000 এর বেশি সিনেমা দেখা যাবে। দিনে 2.4GB ডেটার সাথেই 499 টাকা Airtel প্রিপেড রিচার্জে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন।
448 টাকা প্রিপেড রিচার্জে আগে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যেত। এবার থেকে এই প্ল্যানে দিনে 1.9GB ডেট্যাঁ ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল, দিনে 100 টা SMS আর আর Airtel TV প্রিমিয়াম আর Wynk Music সাবস্ক্রিপশান। 448 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন।
সব শেষে 399 টাকা প্ল্যানে এখন দিনে 1.4GB ডেটা পাওয়া যাচ্ছে। আগে এই ফোনে দিনে 1GB ডেটা পাওয়া যেত। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। সাথে রয়েছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন