Airtel TV ও My Airtel অ্যাপ এর মাধ্যমে কোম্পানির পোস্টপেড গ্রাহকদের Netflix দেখার সুযোগ করে দিল Airtel। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এর সাথেই কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের Netflix দেখার সুযোগ করে দিয়েছে ভারতের এক নম্বর মোবাইল নেটওয়ার্ক। Netflix এর সাথে হাত মিলিয়ে পোস্ট পেড গ্রাহকদের এই সুযোগ করে দিয়েছে Airtel। এবার কোম্পানির অ্যাপ থেকেই Airtel পোস্টপেড গ্রাহকরা Netflix সাবস্ক্রাইব করতে পারবেন। মাসের শেষে ফোন বিলের সাথেই Netflix সাবস্ক্রিপশানের টাকা দেওয়া যাবে। তবে শুরুতে Airtel TV ও My Airtel অ্যাপ এর মাধ্যমে তিন মাস বিনামূল্যে Netflix দেখার সুযোগ পাবেন কোম্পানির পোস্টপেড গ্রাহকরা।
আপাতত নির্বাচিত কিছু পোস্টপেড ও হোম ব্রডব্যান্ড গ্রাহককে বিনামূল্যে Netflix ব্যবহার করতে দিচ্ছে Airtel। কোম্পানি জানিয়েছে এই প্ল্যানের বিষয়ে আগামী সপ্তাহে বিষদে জানানো হবে। নির্বাচিত কিছু পোস্টপেড প্ল্যানের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। আপনি যদি ইতিমধ্যেই নির্বাচিত এই প্ল্যানের একটি ব্যবহার না করেন তবে নিজের প্ল্যান বদলে বিনামূল্যে Netflix দেখতে পারবেন। তবে এই প্ল্যানে না থাকলে আপনি Netflix এ সাবস্ক্রাইব করে মাসিক বিলে সেই টাকা দিয়ে দিতে পারবেন। Airtel TV অ্যাপ এর নির্দিষ্ট ট্যাব থেকে Netflix দেখতে পারবেন কোম্পানির গ্রাহকরা। তবে তিন মাসের ফ্রি ট্রায়াল শেষ হলে সাবস্ক্রাইব করে Netflix দেখতে হবে Airtel গ্রাহকদের।
এই উপলক্ষে Airtel এর ম্যানেজিং ডিরেক্টার ও সিইও গোপাল ভিত্তাল বলেন, “এয়ারটেল সবসময় বিভিন্ন কোম্পানির সাথে গাঁটছড়া ভেঁধে একাধিক পরিষেবা নিয়ে আসে। এবার Netflix এর সাথে হাত মিলিয়ে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ডাটার দাম ও স্মার্টফোনের দাম বিপুলভাবে কমে যাওয়ার কারণে এই প্ল্যান গ্রাহকের কাছে নিয়ে আসতে পেরেছি। Netflix এর সাথে দীর্ঘমেয়াদি পার্টনারশিপের বিষয়ে আমরা আশাবাদী।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন