দুটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL। 291 টাকা আর 491 টাকা দামের দুটি নতুন প্ল্যানে 20 এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। 25 মার্চের আগে রিচার্জ করলে এই দুটি প্ল্যান ব্যবহার করা যাবে। 291 টাকা প্ল্যানে 50GB ডেটা ব্যবহার করা যাবে। অন্যদিকে 491 টাকা প্ল্যানের গ্রাহকরা 120GB ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও নতুন দুই ব্রডব্যান্ড প্ল্যানের গ্রাহকদের জন্য থাকছে সব লোকাল ও ন্যাশনাল নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। আপাতত শুধুমাত্র নতুন BSNL ব্রডব্যান্ড গ্রাহকরা এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
299 টাকা প্ল্যানে 20 এমবিপিএস স্পিডে 50GB ডেটা ব্যবহার করা যাবে। এই ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 1 এমবিপিএস হয়ে যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড ভয়েস কল। ইন্টারন্যাশনাল কল করার সময় প্রতি ইউনিটে 1.2 টাকা খরচ হবে। নতুন ব্রডব্যান্ড কানেকশন নিতে 500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। 299 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 6 মাস। এর পরে গ্রাহককে মাসে 399 টাকা খরচ করতে হবে। সেই প্ল্যানে 8 এমবিপিএস স্পিডে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে।
491 টাকা প্ল্যানে 20 এমবিপিএস স্পিডে 120GB ডেটা ব্যবহার করা যাবে। এই ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 1 এমবিপিএস হয়ে যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড ভয়েস কল। ইন্টারন্যাশনাল কল করার সময় প্রতি ইউনিটে 1.2 টাকা খরচ হবে। নতুন ব্রডব্যান্ড কানেকশন নিতে 500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। 491 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 6 মাস। এর পরে গ্রাহককে মাসে 499 টাকা খরচ করতে হবে। সেই প্ল্যানে 8 এমবিপিএস স্পিডে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন