প্রিপেডে লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান নিয়ে এল BSNL। 698 টাকার নতুন প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা মোট 200GB ডেটা ব্যবহার করতে পারবেন। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা 698 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। যদিও এই প্ল্যানের সাথে শুধুমাত্র ডেটা ব্যবহার করা যাবে। কোন ভয়েস কল বা এসএমএস করার সুবিধা থাকছে না। যে সন গ্রাহক শুধুমাত্র ডেটা ব্যবহারের কথা ভাবছেন তাদের জন্য নতুন এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।
698 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে BSNL
ইতিমধ্যেই BSNL ওয়েবসাইটে 698 টাকা প্ল্যান দেখা গিয়েছে। এই প্ল্যানের সাথে 200GB ডেটা পাবেন BSNL প্রিপেড গ্রাহকরা। আগেই জানানো হয়েছে এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল অথবা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। Telecom Talk ওয়েবসাইটে প্রথম 698 টাকা BSNL প্রিপেড প্ল্যানের খবর সামনে এসেছে। 698 টাকা প্ল্যান ব্যবহার করতে 15 নভেম্বরের আগে রিচার্জ করতে হবে।
100 টাকার কম দামে ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে BSNL, আর কী সুবিধা পাওয়া যাচ্ছে?
এছাড়াও সম্প্রতি 429 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছে BSNL। 429 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 81 দিন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার 429 টাকা প্রিপেড রিচার্জে BSNL গ্রাহকরা দিনে 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অক্টোবর মাসের মধ্যে রিচার্জ করলে 429 টাকা প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন