96 টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনলো ভারত সঞ্চার নিগম লিমিটেড। আরও 90 দিন এই অফার চলবে। 96 টাকা প্রিপেড প্ল্যানের সাথে গ্রাহকরা দিনে 250 মিনিট লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করতে পারবেন। এছাড়াও 118 টাকা আর 153 টাকা প্ল্যানে পরিবর্তন এনেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
Samsung Anniversary Sale: জনপ্রিয় স্মার্টফোনে মিলছে 50 শতাংশ পর্যন্ত ছাড়
জুলাই মাসে প্রথম 96 টাকা প্ল্যান লঞ্চ করেছিল BSNL। লঞ্চের সময় এই প্ল্যানের সাথে 21 দিন আনলিমিটেড কল আর দিনে 100 টাকা এসএমএস এর সুবিধা পাওয়া যেত। এর সাথেই ছিল 180 দিন ইনকামিং কল। 5 অক্টোবরের আগে এই রিচার্জ করলে অফারের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছিল BSNL। আরও 90 দিন এই অফার চলবে। তবে এবার রিচার্জ করলে 21 দিন আনলিমিটেড কলের পরিবর্তে দিনে 250 মিনিট কল করা যাবে। প্ল্যানের অন্য সব সুবিধা একই থাকছে।
21 দিনের পরে বিনামূল্যে কল করার সুবিধা শেষ হলে কল করার সময় সাধারন কল রেট দিতে হবে। 96 টাকা প্ল্যানের বৈধতা বাড়ানোর সাথেই 118 টাকা আর 153 টাকা প্ল্যানে পরিবর্তন এনেছে কোম্পানি।
64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ আগামী সপ্তাহে আসছে Realme X2 Pro: ফিচারগুলি দেখে নিন
118 টাকা প্ল্যানে দিনে 500 MB ডেটা আর 250 মিনিট কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 250 টাকা প্ল্যানেও দিনে 250 মিনিট কলিং আর 500 MB ডেটা পাওয়া যাবে। এই দুই প্ল্যানের দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে 40 kbps হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন