গ্রাহকের মন টানতে সম্প্রতি একাধিক নতুন প্রিপেড প্ল্যান বাজারে এনেছে BSNL। এবার ব্রডব্যান্ডে নতুন গ্রাহক যোগ করতে নতুন প্ল্যান বাজারে আনলো BSNL। নতুন কম্পিউটার ও ল্যাপটপ গ্রাহকদের বিনামূল্যে 20Mbps ব্রডব্যান্ড কানেকশান দেবে BSNL। সম্প্রতি BBG Combo ULD 45GB নামের এক প্ল্যান লঞ্চ করেছে BSNL। এছাড়াও ব্রডব্যান্ডে একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থাটি।
BBG Combo ULD 45GB প্ল্যানের দাম 99 টাকা। টেলিউকম টক এ এক রিপোর্টে জানানো হয়েছে সব নতুন ল্যাপটপ ও ডেক্সটপ গ্রাহকরা দুই মাস বিনামূল্যে BBG Combo ULD 45GB প্ল্যান ব্যবহার করতে পারবেন। আন্দামান ও নিকোবর দীপপুঞ্চ ছাড়া সাড়া ভারতের সব সার্কেলে এই অফার চালু থাকবে।
BBG Combo ULD 45GB প্ল্যানে গ্রাহকরা মাসে 99 টাকায় 454GB ডাটা পাবেন। এই কম্বো প্ল্যানে 20Mbps পর্যন্ত স্পিড পাবেন BSNL গ্রাহকরা। প্রতিদিন 1.5GB ডাটা ব্যাবহার করতে পারবেন। এই ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 1Mbps হয়ে যাবে।
99 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা ব্যাবহার করতে পারবেন। এছাড়াও কোম্পানির 199 টাকার মাসিক প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 5GB ডাটা ব্যাবহার করতে পারবেন। 299 টাকা ও 399 টাকার মাসিক প্ল্যানে গ্রাহকরা রোজ যথাক্রমে 10GB ও 20GB ডাটা পাবেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এই সব কানেকশানের স্পিড 20Mbps। আর ডেইলি লিমিট শেষ হলে সব প্ল্যানেই স্পিড কমে 1Mbps হয়ে যাবে। রোজ রাত 12 টায় রিসেট হবে অ্যাকাউন্টের ডাটা।
এই প্ল্যানগুলির সাথেই BSNL গ্রাহকদের একটি ইমেল অ্যাকাউন্ট দেবে। এই অ্যাকাউন্টে 1GB পর্যন্ত ডাটা ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা। মাত্র 90 দিনের জন্য চালু থাকবে BSNL এর এই অফার। এরপরে গ্রাহকদের BSNL এর অন্য যে কোন প্ল্যানে চলে যেতে হবে। রিপোর্টে আরও জানানো হয়েছে নতুন গ্রাহকদের শুরুতে 500 টাকা জমা রাখতে হবে কোম্পানির কাছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন