সম্প্রতি একের পর এক নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার ইন্টারন্যাশাল রোমিং এ নতুন প্ল্যান নিয়ে হাজির হল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। মাত্র 168 টাকায় নতুন ইন্টারন্যাশানাল রোমিং প্যাক নিয়ে এল BSNL। তবে এই প্ল্যানের সাথে কোন ডেটা বা কল করার সুবিধা পাওয়া যাবে না।
Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা 168 টাকার BSNL প্ল্যান ব্যবহার করতে পারবেন। কেরালা সার্কেলের বাইরে কবে এই প্ল্যান ব্যবহার করা যাবে জানা যায়নি।
2019 সালের 9 সেপ্টেম্বরের আগে BSNL এর 168 টাকা রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে। যদিও অতীতে একাধিক প্ল্যানে বৈধরা বাড়িয়েছে BSNL।
168 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা নিজের নম্বরে ইন্টারন্যাশানাল রোমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ইন্টারন্যাশানাল রোমিং এ 90 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
সম্প্রতি ‘অভিনন্দন 151' নাম নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন এই প্রিপেড প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 SMS এর সুবিধা। গোটা দেশের সব সার্কেলের BSNL গ্রাহকরা নতুন 151 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে দিল্লি ও মুম্বাই সার্কেল সহ দেশের সব সার্কেলে বিনামূল্যে কল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন