প্রিপেডে 25 গুণ বেশি ডেটা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। 35 টাকা, 53 টাকা আর 395 টাকা প্ল্যানে আগের থেকে 25 গুণ বেশি ডেটা দেবে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। বেশি ডেটা দেওয়ার সাথেই এই প্ল্যানগুলির ভ্যালিডিটিতে বদল এনেছে BSNL। 35 টাকা ও 53 টাকা প্ল্যানে আগে যথাক্রমে 200 MB ও 250MB ডেটা পাওয়া যেত। দুটি প্ল্যানেই আগেই থেকে 25 গুণ দেশি ডেটা পাওয়া যাবে।
35 টাকা প্ল্যানে এবার মোট 5GB ডেটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 200MB ডেটা পাওয়া যেত। 35 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 5 দিন। তবে এই প্ল্যানের সাথে কোন কল বা SMS এর সুবিধা পাওয়া যাবে না।
53 টাকা প্ল্যানে এবার 8GB ডেটা ব্যবহার করতে পারবেন BSNL প্রিপেড গ্রাহকরা। আগে এই প্ল্যানে 250MB ডেটা দিত রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। 53 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 21 দিন থেকে কমিয়ে 14 দিন করা হয়েছে।
395 টাকা প্ল্যানে থাকছে আনলিমিটেড কল করার সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কে ছাড়া এই প্ল্যানে বিনামূল্যে রোমিং থেকেও কল করা যাবে। আনলিমিটেড কলের সাথেই এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। 395 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 71 দিন।
Jio 399 টাকা প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে BSNL 395 প্ল্যান। Jio 399 টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন