জিওকে টক্কর দিতে নিজেদের একাধিক সার্কেলে 597 টাকার প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। এই প্ল্যানে লম্বা সময়ের জন্য ভয়েস কলিং অফার দেবে কোম্পানি। এই প্ল্যানের প্রধান আকর্ষণ 168 দিনের ভ্যালিডিটি। এর সাথেই এই প্ল্যানে ডাটা বেনিফিট দেবে এয়ারটেল। এই প্ল্যানের মাধ্যমে সরাসরি জিওর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে বাজারে নামল এয়ারটেল। নির্বাচিত কিছু সার্কেলের নির্বাচিত কিছু গ্রাহক এই প্ল্যানের সুবিধা পাবেন। তবে সব এয়ারটেল গ্রাহককের কাছে এই প্ল্যান পৌঁচাতে এখনো কিছুটা সময় লেগে যাবে।
এই প্ল্যানে 168 দিনের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা দেবে এয়ারটেল। এই প্ল্যানে কলিং এ কোন লিমিট থাকবে না। এর সাথে 597 টাকার এইন প্ল্যানে রোজ 100 টি করে SMS পাবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহকরা মোট 10GB ডাটা পাবেন। এই অন্য প্ল্যানের থেকে এই প্ল্যানে ডাটা অনেকটাই কম হলেও আনলিমিটেড কলিং এর জন্য এই প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল।
এর আগেও প্রিপেডে এই রকম লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এর আগে লঞ্চ হওয়া 995 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন।
এয়ারটেলের নতুন এই 597 টাকার প্ল্যান জিওর 999 টাকার প্ল্যানকে কড়া প্রতিযোগিতার সামনে ফেলে দেবে। জিও 999 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং, রোজ 100 টি SMS আর মোট 60GB ডাটা দেয়। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। যদিও সব জিও গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন