টানা আট মাস ভারতে ব্রডব্যান্ড স্পিডে এক নম্বর স্থান ধরে রেখেছে Jio GigaFiber। এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করেনি মুকেশ আম্বানির কোম্পানি। পরীক্ষামুলক ভাবে দেশের একাধিক শহরে ব্রডব্যান্ড ব্যবহার করতে দিচ্ছে Jio। 2019 সালের এপ্রিল মাসে Jio GigaFiber নেটওয়ার্কের গড় স্পিড ছিল 3.59 Mbps। সম্প্রতি Netflix এর প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে। 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে এই তালিকায় এক নম্বরে রয়েছে মুম্বাই এর কোম্পানিটি।
Netflix এর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তালিকায় এপ্রিল মাসে 3.49 Mbps স্পিড নিয়ে এক নম্বরে ছিল Jio GigaFiber। মার্চ মাসে Jio GigaFiber নেটওয়ার্কে গড় স্পিড ছিল 3.57 Mbps। 3.43 Mbps স্পিড নিয়ে দুই নম্বরে রয়েছে Spectranet। 3.41 Mbps স্পিডে ভারতের ব্রডব্যান্ড দুনিয়ায় স্পিডের বিচারে তিন নম্বরে রয়েছে 7 Star Digital। অনেকটা পিছনে 3.49 Mbps স্পিডে চার নম্বরে রয়েছে Airtel।
2018 সালের জুলাই মাসে কোম্পানি বার্ষিক সাধারন সভায় লঞ্চ হয়েছিল Jio GigaFiber। এখনও পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হলেও বাণিজ্যিক ভাবে পরিষেবা শুরু করেনি মুকেশ আম্বানির কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন