Nokia র প্রিমিয়াম ফোনগুলি এবার থেকে Airtel এর অনলাইন স্টোর থেকে কেনা যাবে। এই লিস্টে রয়েছে Nokia 8 Sirocco, Nokia 7 Plus ও Nokia 6 (2018) ফোন তিনটি। এই বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল ফোনগুলি। আর এপ্রিলে ভারতে বিক্রি শুরু হয় এর মধ্যে দুটি ফোন। যদিও Nokia 6 (2018) এর বিক্রি শুরু হয়েছে মে মাসেই। এবার Airtel এর ডিজিটাল প্ল্যাটফর্মে মাত্র 3,799 টাকা ডাউন পেমেন্ট করে কেনা যাবে এই ফোনগুলি। এছাড়াও Airtel এর কাছ থেকে এই ফোন কিনলে গ্রাহকদের অন্তত 18 মাসের জন্য নিতে হবে কোম্পানির পোস্টপেড প্ল্যান।
এই অফারে Nokia 8 Sirocco কিনতে ডাউনপেমেন্ট করতে হবে 8,599 টাকা। এছাড়াও 18 মাস ধরে প্রতি মাসে গ্রাহকদের দিতে হবে 2,799 টাকার ইনস্টলমেন্ট। এর সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন প্রতি মাসে 50GB ডাটা আনলিমিটেড কলিং ও এক বছরের Amazon Prime, Airtel Secure, Airtel TV সাবস্ক্রিপশান।
একই রকম Nokia 7 Plus কিনতে ডাউনপেমেন্ট করতে হবে 5,599 টাকা। এছাড়াও 12 মাস ধরে প্রতি মাসে গ্রাহকদের দিতে হবে 2,099 টাকার ইনস্টলমেন্ট। Nokia 6 (2018) কিনতে ডাউনপেমেন্ট করতে হবে 5,799 টাকা। এছাড়াও 12 মাস ধরে প্রতি মাসে গ্রাহকদের দিতে হবে 1,499 টাকার ইনস্টলমেন্ট। আর এই প্ল্যানের সাথে থাকবে প্রতি মাসে 30GB ডাটা, আনলিমিটেড কলিং ও এক বছরের Airtel TV সাবস্ক্রিপশান।
ভারতে Nokia 7 Plus এর দাম 25,999 টাকা। Nokia 8 Sirocco কিনতে ভারতে খরচ করতে হবে 49,999 টাকা। আর Nokia 6 (2018) এর 3GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর 4GB ভেরিয়েন্ট কেনার খরচ 18,999 টাকা।
তবে Airtel এর নতুন এই অফারের সুবিধা প্রিপেড ও পোস্টপেড দুই গ্রাহকরাই নিতে পারবেন। তবে প্রিপেড গ্রাহকদের এই অফার নিতে আগে নিজের প্রিপেড নম্বরটি পোস্টপেডে কনভার্ট করে নিতে হবে। 26,200 টাকার উপরে যে কোন হ্যান্ডসেট কিনলে কোম্পানি বিনামূল্যে হ্যান্ডসেট প্রোটেকশান প্ল্যান দেবে গ্রাহকদের। Flipkart, Amazon, Nokia Shop ও অন্যন্য অফলাইন রিটেল থেকেও কেনা যাবে এই ফোনগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন