সম্প্রতি 2018-19 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে Jio -র সামঞ্জস্যপূর্ণ মোট আয়ের (AGR) ক্ষতিয়ান প্রকাশিত হয়েছে। আয়ের নিরিখে প্রতিযোগীদের ধরাশায়ী করে আবার এক নম্বর স্থান দখল করেছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি স্পেকটার্ম ব্যবহারের খরচ বৃদ্ধি ও লাইসেন্স ফি বৃদ্ধির পরেও আয়ের পরিমান বেড়েছে Jio –র। লাইসেন্স সার্ভিস থেকে কোম্পানির আয় বেড়েছে 14.63 শতাংশ। Jio –র 2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সামঞ্জস্যপূর্ণ মোট আয়ের পরিমান 9,482.31 কোটি টাকা। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানিয়েছে TRAI।
এই মুহুর্তে গোটা দেশে গ্রাহক ন্সংখ্যার নিরিখে এক নম্বরে রয়েছে Vodafone Idea। TRAI এর রিপোর্ট অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ মোট আয়ের পরিমানে ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানি। তুলনামুলক বিচারে Vodafone Idea –র সামঞ্জস্যপূর্ণ মোট আয় কমেছে 4.05 শতাংশ। 2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে Vodafone Idea –র সামঞ্জস্যপূর্ণ মোট আয়ের পরিমান 7,223.72 কোটি টাকা।
একই অবস্থা ভারতের একক বৃহত্তম নেটওয়ার্ক Bharti Airtel –এর। Bharti Airtel ও সামঞ্জস্যপূর্ণ মোট আয়ের পরিমানে ক্ষতির সম্মুখীন হয়েছে। তুলনামুলক বিচারে Bharti Airtel –এর সামঞ্জস্যপূর্ণ মোট আয় কমেছে 4.18 শতাংশ। 2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে Bharti Airtel –এর সামঞ্জস্যপূর্ণ মোট আয়ের পরিমান 6,439.65 কোটি টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন