নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছে Jio। এই অ্যাপ ব্যবহার করে কোম্পানির গ্রাহকরা VoLTE নেটওয়ার্কে কনফারেন্স কল করতে পারবেন। এক সাথে দশ জন ব্যক্তির সাথে কনফারেন্স কলে কথা বলা যাবে। আপাতত Android ফোনে জন্য এই ফোনের ট্রায়াল মোড শুরু হয়েছে। শিঘ্রই সব গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নতুন এই অ্যাপ কাজ করার জন্য ফোনের ভিতরে Jio সিম কার্ড থাকা বাধ্যতামুলক।
ইতিমধ্যেই ডাউনলোড করা যাচ্ছে Jio Group Talk নামের এই অ্যাপ। Play Store এ এই অ্যাপ দেখা গেলেও App Store এ এখনও এই অ্যাপ দেখা যায়নি। Play Store থেকে ডাউনলোডের পরে Jio সিম ব্যবহার করে সাইন ইন করতে হবে।
Jio Group Talk ব্যবহার করে এক সাথে দশ জন গ্রাহকের সাথে কনফারেন্স কল করা যাবে। এছাড়াও কনফারেন্স কলে কোনও নির্দিষ্ট ব্যাক্তিকে মিউট করে রাখা যাবে। এর সাথেই থাকছে একটি বিশেষ লেকচার মোড। সেখানে শুধুমাত্র একজন ব্যাক্তি কথা বলতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন