Amazon Prime সাবস্ক্রিপশানে বিশাল ছাড় নিয়ে এল Vodafone। 18 থেকে 24 বছর বয়সের Vodafone গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রিপেড ও পোস্টপেড কানেকশানের সাথে স্ট্রিমিং সার্ভিস দেওয়ার ব্যবসায় টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করেছে Vodafone। শুধুমাত্র প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন। আগে পোস্টপেড প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া গেলেও এই প্রথম কোন প্রিপেড প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশানের অফার নিয়ে এল Vodafone।
‘Amazon Prime for Youth' নামে এই অফারের সুবিধা পেতে My Vodafone অ্যাপ এ যেতে হবে। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই অফারের খবর সামনে আসে। 18 থেকে 24 বছর বয়সের Vodafone প্রিপেড গ্রাহকরা এই অফারে Amazon Prime বার্ষিক সাবস্ক্রিপশানে 50 শতাংশ ছাড় পাবেন। Amazon Prime সাবস্ক্রিপশানে যেমন Amazon থেকে কেনাকাটায় ডিসকাউন্ট পাওয়া যায় একই ভাবে Amazon Prime Music, Amazon Prime Video ব্যবহার করা যায়।
Amazon Prime বার্ষিক সাবস্ক্রিপশানে খরচ 999 টাকা। এই অফারে মাত্র 499 টাকায় এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান পাওয়া যাবে। My Vodafone অ্যাপ এর উপরে ব্যানারে ট্যাপ করে এই অফার অ্যাক্টিভ করা যাবে। ইতিমধ্যেই গ্রাহকের Amazon Prime সাবস্ক্রিপশান থাকলে এই অফার কোন কাজে লাগবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন