45 টাকায় নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone। এই প্ল্যানে ফুল টকটাইম পাওয়া যাবে। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। তবে 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড কল পাওয়া যাবে না। এই প্ল্যানে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অসম, বিহার ও ঝাড়খন্ড, কর্ণাটক, মুম্বাই সহ একাধিক সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে।
45 টাকা প্রিপেড প্ল্যানে 45 টাকা টকটাইম দিচ্ছে Vodafone। এই প্ল্যানে লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। 45 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এই টকটাইম প্ল্যান বৈধ থাকা পর্যন্ত ব্যবহার করা যাবে।
Jio কে টেক্কা দিতে নতুন ধামাকা! প্রতিদিন 1GB অতিরিক্ত ডেটা দিচ্ছে BSNL
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, কর্ণাটক ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 100 MB 2G, 3G অথবা 4G ডেটা পাবেন। যদিও অসম, দিল্লি, বিহার ও ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র ও গোয়া সার্কেলের গ্রাহকরা এই প্ল্যানের সাথে কোন ডেটা পাবেন না।
100 টাকার কম দামে নতুন প্ল্যান নিয়ে এল Airtel, কী সুবিধা পাওয়া যাচ্ছে?
অল রাউন্ডার প্যাকের অধীনে 45 টাকা প্ল্যান লঞ্চ করেছে Vodafone। এছাড়াও 35 টাকা, 65 টাকা আর 69 টাকা প্রিপেড রিচার্জে Vodafone -এর কম্বো প্ল্যান রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন