186 টাকা আর 187 টাকা প্রপেড প্ল্যানে আগের থেকেও বেশি ডেটা দিতে শুরু লরল ভারত সঞ্চার নিগম লিমিটেড। আগে এই দুই প্ল্যানে 2GB ডেটা দিত BSNL। এবার এই দুই প্ল্যানের সাথে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে।
186 টাকা আর 187 টাকা প্রপেড প্ল্যানে আগের থেকেও বেশি ডেটা দিতে শুরু লরল ভারত সঞ্চার নিগম লিমিটেড। আগে এই দুই প্ল্যানে 2GB ডেটা দিত BSNL। এবার এই দুই প্ল্যানের সাথে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক ডেটার লিমিট শেষ হলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে। যদিও এই দুই প্ল্যানের অন্যান্য সুবিধায় কোন পরিবর্তন আসেনি। 3GB ডেটার সাথেই 186 টাকা আর 187 টাকা BSNL প্রিপেড প্ল্যানের সাথে থাকছে দিনে 250 মিনিট ভয়েস কল আর দিনে 100 টা SMS এর সুবিধা।
বিনামূল্যে Hotstar Premium সাবস্ক্রিপশন দিচ্ছে BSNL
সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 186 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 3GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 2GB ডেটা পাওয়া যেত। দিনের 3GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।
100 টাকার কম দামে নতুন প্ল্যান নিয়ে এল Airtel, কী সুবিধা পাওয়া যাচ্ছে?
এছাড়াও BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা দিনে 250 মিনিট লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা। 186 টাকার মতোই 187 টাকা প্ল্যানেও একই কল, ডেটা, SMS এর সুবিধা পাওয়া যাবে। এই দুই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters