50 টাকা, 100 টাকা আর 500 টাকা রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone । এই তিনটি রিচার্জে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। 50 টাকা রিচার্জে থাকছে 39.37 টাকা টকটাইম। তবে 100 টাকা ও 500 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে। সম্প্রতি 100 টাকা ও 500 টাকা রিচার্জ ফিরিয়ে এনেছিল Airtel। এছাড়াও দুটি কোম্পানিই 1,699 365 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছে।
আরও পড়ুন: বাজারে টিকে থাকতে এই দুটি রিচার্জ ফিরিয়ে আনলো Airtel
নতুন 50 টাকা প্লানে Vodafone প্রিপেডে 39.37 টাকা টকটাইম পাওয়া যাবে। থাকছে 28 দিন ভ্যালিডিটি। এই প্ল্যানে 3 টাকা অ্যাকসেস ফি আর 7.63 টাকা পণ্য পরিষেবা কর দিতে হবে।
আরও পড়ুন: Vodafone -এ এখনই 4GB অতিরিক্ত ডাটা পাবেন কীভাবে?
তবে 100 টাকা রিচার্জে 100 টাকা টকটাইম পাওয়া যাবে। এই রিচার্জ এর সাথে থাকছে 28 দিন ভ্যালিডিটি। 500 টাকা রিচার্জেও থাকছে ফুল টকটাইম। Vodafone প্রিপেডে 500 টাকা রিচার্জ ভ্যালিডিটি 84 দিন।
আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea
এছাড়াও টকটাইম রিচার্জ এর জন্য 10 টাকা রিচার্জে 7.47 টাকা টকটাইম পাওয়া যাবে। তবে একসাথে বেশি টকটাইম রিচার্জ করতে চাইলে 1,000 টাকা ও 5,000 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে। শুক্রবার TelecomTalk এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Vodafone প্রিপেডে 50 টাকা রিচার্জে থাকছে টকটাইম ক্যারি ফরওয়ার্ড পরিষেবা। অর্থাৎ কোন মাসে টকটাইম অতিরিক্ত থেকে গেলে পরের রিচার্জে তা যোগ হয়ে যাবে।
আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone
সম্প্রতি 100 টাকা ও 500 টাকার টকটাইম রিচার্জ নিয়ে এসেছিল Airtel। এই দুটি রিচার্জের ভ্যালিডিটি 28 দিন। Vodafone এ ফুল টকটাইম পাওয়া গেলেও দুটি Airtel প্ল্যানে থাকছে সীমিত টকটাইম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন