Photo Credit: Vodafone
209 টাকা আর 479 টাকা রিচার্জে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করলো Vodafone। এই দুটি প্ল্যানে দিনে 1.6GB ডেটা পাওয়া যাবে। 209 টাকা প্লেনের ভ্যালিডিটি 28 দিন, আর 479 টাকা প্ল্যানে পাওয়া যাবে 84 দিন ভ্যালিডিটি। প্রসঙ্গত কয়েকদিন আগেই কোম্পানির 199 টাকা প্ল্যানে ডেটা বাড়িয়ে দিনে 1.5GB করা হয়েছিল। Jio - 198 টাকা ও 448 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই দুটি প্ল্যানে আগের থেকেও বেশি সুবিধা দিতে শুরু করেছে Vodafone।
আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea
Vodafone প্রিপেড এ 209 টাকা রিচার্জে দিনে 1.6GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করা যাবে। আগে এই একই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারতেন Vodafone প্রিপেড গ্রাহকরা।
আরও পড়ুন: হু হু করে কমছে iPhone বিক্রি, চাপের মুখে Apple
209 টাকার মতোই 479 টাকা রিচার্জেও দিনে 1.6GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone গ্রাহকরা। একইভাবে সাথে থাকবে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। তবে 479 টাকা প্লেনের ভ্যালিডিটি 84 দিন। সম্প্রতি TelecomTalk এ প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে।
আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান
Jio - 198 টাকা ও 448 টাকা প্লেন এর সাথে প্রতিযোগিতায় 209 টাকা ও 479 টাকার প্ল্যানে আগের থেকেও বেশি সুবিধা দিতে শুরু করেছে Vodafone। প্রসঙ্গত 198 টাকা ও 448 টাকা প্ল্যানে Jio গ্রাহক দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: সোমবার ভারতে আসছে Galaxy M সিরিজ
এছাড়াও সম্প্রতি 1499 টাকার প্লেন লঞ্চ করেছিল Vodafone। এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করা যাবে। 1499 টাকা প্লেনের ভ্যালিডিটি 365 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন