শিঘ্রই লঞ্চ হবে Redmi Go। এই প্রথম Android Go প্রোগ্রামের অধীনে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। প্রসঙ্গত 1GB বা তার কম RAM এর ডিভাইসের জন্য বিশেষ ভাবে Android Go অপারেটিং সিস্টেম তৈরী করেছিল Google। আপাতত ফিলিপিন্সে Redmi Go লঞ্চ হবে। সেই দেশের Xiaomi –র অফিশিয়াল ফেসবুক পেজে Redmi Go ফোন লঞ্চের কথা জানানো হয়েছে। Redmi Go ফোনে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে, Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
ইতিমধ্যেই ফিলিপিন্সের এক ওয়েবসাইয়টে Redmi Go ফোনের স্পেসিফিকেশান প্রকাশিত হয়েছে। এই ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। তবে Redmi Go ফোনের দাম জানা যায়নি।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে বাজারে আসছে এই Realme স্মার্টফোন
Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: 2018 সালে রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি করেছে Huawei
ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন: টিভির চ্যানেল বাছতে হিমশিম খাচ্ছেন? ব্যবহার করুন TRAI এর অ্যাপ
কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।
আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio
আপাতত শুধুমাত্র ফিলিপিন্সে লঞ্চ হবে Redmi Go। তবে এই ফোন ভারতে লঞ্চ হবে কী না জানায়নি Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন