DTH ও কেবেল টিভি গ্রাহকদের চ্যানেল বাছার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। চারিদিকে সবাই যখন চ্যানেল পছন্দ করতে হিমশিম খাচ্ছেন তখন এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি নিজের টিভির চ্যানেল পছন্দ করে নিতে পারবেন।
চ্যানেল পছন্দ করার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)
নতুন নিয়মে সব গ্রাহককে 31 জানুয়ারীর আগে চ্যানেলের তালিকা পেশ করতে হবে। এবার DTH ও কেবেল টিভি গ্রাহকদের চ্যানেল পছন্দ করার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। নতুন চ্যানেল সিলেক্টার অ্যাপ ব্যবহার করে সহজেই যেমন চ্যানেল পছন্দ করা যাবে একই সাথে দেখে নেওয়া যাবে প্রত্যেক চ্যানেলের দাম। অ্যাপের মধ্যে একাধিক ধাপে কোন ধরনের চ্যানেল দেখতে চান তা জানালে আপনাকে চ্যানেলের তালিকা তৈরী করে দেবে এই অ্যাপ। সাথে কোন চ্যানেলের কত দাম তা দেখে নিতে পারবেন।
আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও
চারদিকে সবাই যখন চ্যানেল পছন্দ করতে হিমশিম খাচ্ছেন তখন এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি নিজের টিভির চ্যানেল পছন্দ করে নিতে পারবেন। চ্যানেল পছন্দ করার অ্যাপ ব্যবহারের জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: Jio এফেক্ট! মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL
![]()
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
শুরুতেইও আপনি কোন রাজ্য থেকে টিভি দেখতে চান তা জিজ্ঞাসা করবে এই অ্যাপ। এর পরে ভাষা পছন্দ করার আপশান সামনে আসবে। ভাষা পছন্দ করার পর কোন ধরনের চ্যানেল দেখতে চান তা জানালে এই অ্যাপ সার্চের চাহিদা আনুযায়ী চ্যানেলের তালিকা তুলে ধরবে আপনার স্ক্রিনে।
আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর
2018 সালের 29 ডিসেম্বরের মধ্যে গ্রাহকের চ্যানেল পছন্দের সময়সীমা থাকলেও পরে চ্যানেল পছন্দ করার জন্য 31 জানুয়ারী পর্যন্ত সময় দিল TRAI। TRAI জানিয়েছে 31 জানুয়ারী সব গ্রাহক নিজের প্যাকের সব চ্যানেল দেখতে পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios
Samsung Galaxy S26 Ultra Reportedly Listed on US FCC Website With Flagship Snapdragon Chipset
Facebook App Update Brings Redesigned Feed, Search, Navigation Interfaces Alongside New Search Algorithm