সম্প্রতি প্রিপেড ও পোস্টপেডে সিম বদল করার খরচ বাড়িয়েছে BSNL। এখন থেকে প্রিপেড ও পোস্টপেড BSNL গ্রাহকদের সিম বদল করতে 100 টাকা খরচ হবে।
99 টাকা প্লানে বিএসএনএল গ্রাহকরা 24 দিন আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন
এবার মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। 99 টাকায় 24 দিন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দেবে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থাটি। গত বছর এই প্ল্যান লঞ্চ করেছিল BSNL। লঞ্চের সময় এই প্ল্যানে গ্রাহক 26 ভ্যালিডিটি পেতেন। এছাড়াও সম্প্রতি প্রিপেড ও পোস্টপেডে সিম বদল করার খরচ বাড়িয়েছে BSNL। এখন থেকে প্রিপেড ও পোস্টপেড BSNL গ্রাহকদের সিম বদল করতে 100 টাকা খরচ হবে।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
99 টাকা প্লানে বিএসএনএল গ্রাহকরা 24 দিন আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। এই প্লানে দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে পার্সোনাল রিংব্যাক টোন সেট করার সুবিধা।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
গত বছর মে মাসে 99 টাকার এই প্ল্যান লঞ্চ করেছিল BSNL। লঞ্চের সময় ভ্যালিডিটি ছিল 26 দিন। তবে আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা সার্কেলের গ্রাহকরাই 99 টাকায় 24 দিন ভ্যালিডিটি পাবেন।
আরও পড়ুন: দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL
এছাড়াও সম্প্রতি সিম রিপ্লেসমেন্ট খরচ বাড়িয়েছে BSNL। আগে পুরনো সিম রিপ্লেস করে নতুন সিম নিতে 10 টাকা খরচ হত। নতুন নিয়মে সিম রিপ্লেস করতে 100 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Year 2026 Scam Alert: This WhatsApp Greeting Could Wipe Your Bank Account