আগে যে কোন WhatsApp মেসেজ 20 টি আলাদা গ্রুপ অথবা ব্যাক্তিকে ফরওয়ার্ড করা যেত। 2018 সালে ভারতে ভুয়ো মেসেজ ছড়ানোর বিরুদ্ধে মেসেজ ফরওয়ার্ডিং এ রাশ টেনেছিল WhatsApp। এবার বিশ্বব্যাপী আরও কড়া হল WhatsApp মেসেজ ফরওয়ার্ডিং।
মেসেজ ফরওয়ার্ডিং এ রাশ টানতে চলেছে WhatsApp। নতুন নিয়মে একসাথে পাঁচ জনের বেশি ব্যাক্তিকে কোন মেসেজ ফরওয়ার্ড করা যাবে না। ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশ্বব্যাপী সব WhatsApp গ্রাহকের জন্যই নতুন নিয়ম প্রযোজ্য হবে। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে WhatsApp।
আরও পড়ুন: Flipkat আর Amazon সেল, স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
“আজ থেকে বিশ্বব্যাপী পাঁচ ব্যাক্তিকে মেসেজ ফরওয়ার্ড করার সীমা শুরু হচ্ছে।” বলেন কোম্পানির এক উচ্চ পদস্থ কর্মী ভিক্টোরিয়া গ্র্যান্ড। সোমবাই ইন্দোনেশিয়ার রাজধানীতে এক ইভেন্টে এই কথা বলেন ভিক্টোরিয়া।
আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ
আগে যে কোন WhatsApp মেসেজ 20 টি আলাদা গ্রুপ অথবা ব্যাক্তিকে ফরওয়ার্ড করা যেত। 2018 সালে ভারতে ভুয়ো মেসেজ ছড়ানোর বিরুদ্ধে মেসেজ ফরওয়ার্ডিং এ রাশ টেনেছিল WhatsApp। এবার বিশ্বব্যাপী আরও কড়া হল WhatsApp মেসেজ ফরওয়ার্ডিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios