টেলিগ্রামের নতুন আপডেট অ্যাপে একঝাঁক ফিচার্স যোগ করেছে। কথাবার্তা শুরু করা হোক বা পছন্দের বিষয় খোঁজা, অথবা ভয়েস মেসেজ ট্রিম করা - সবকিছু আরও সহজ।
Photo Credit: Telegram
টেলিগ্রামের নতুন আপডেটে ব্যবহারকারীদের জন্য একঝাঁক চমক
Telegram ব্যবহারকারীদের জন্য সুখবর। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি একটি নতুন আপডেট প্রকাশ করেছে। যা গতকাল থেকেই তাদের অ্যাপে রোলআউট হওয়া শুরু করেছে। নয়া আপডেট টেলিগ্রামে একঝাঁক ফিচার্স যোগ করেছে। কথাবার্তা শুরু করা হোক বা পছন্দের বিষয় খোঁজা, অথবা ভয়েস মেসেজ ট্রিম করা - সবকিছু আরও সহজ করে তোলার লক্ষ্য নিয়ে এসেছে ওই নতুন আপডেট। ব্যবহারকারীরা তাদের চ্যানেলে যেমন সরাসরি বার্তা পাঠাতে পারবেন, তেমনই চ্যানেলের মালিক ও অ্যাডমিনদের সাথে একটি নতুন মোডের মাধ্যমে গোপনে চ্যাট করতে সক্ষম হবেন। নয়া আপডেটে যুক্ত হওয়া অন্যতম বড় বৈশিষ্ট্য হল, ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি নিজের সুবিধামতো এডিট অর্থাৎ কাটছাঁট করার বিকল্প।
টেলিগ্রাম তাদের একটি ব্লগ পোস্টে নতুন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির দাবি, টেলিগ্রাম ব্যবহারকারীরা এখন চ্যানেলগুলিতে সরাসরি বার্তা পাঠাতে পারবেন, এবং চ্যানেলের মালিক এবং অ্যাডমিনদের সাথে প্রাইভেট চ্যাটে কথা বলতে পারবেন। এগুলি একটি নতুন ইন্টারফেস থেকে অ্যাক্সেস করা যাবে যা ব্যক্তিগত চ্যাট থেকে একটু আলাদা। একই পদ্ধতিতে কনটেন্ট নির্মাতারা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই তাদের অনুরাগী বা সাবস্ক্রাইবারদের সাথে কথা বলতে পারবেন। এর ফলে আয়ের একটি নতুন রাস্তাও খুলে যাবে। কারণ, ক্রিয়েটরদের প্রতিটি ডাইরেক্ট মেসেজের জন্য একটি মূল্য নির্ধারণের বিকল্প দেবে টেলিগ্রাম।
টেলিগ্রামের নতুন আপডেটে আরেকটি পরিবর্তন লক্ষ্য করা যাবে গ্রুপের টপিক বা বিষয়গুলিতে, যার এখন একটি নতুন লেআউট রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এটি চ্যাট লিস্ট দ্রুত অ্যাক্সেসের অনুমতি দেবে। আবার ব্যবহারকারীরা চ্যাটের উপরে একটি ছোট বার বা পাশে রাখা একটি বড় বারের মধ্যে স্যুইচ করতে পারবেন। এটি গ্রুপ সেটিংসে গিয়ে টপিক সিলেক্ট করলে চালু হয়ে যাবে।
নতুন টেলিগ্রাম আপডেটের ফলে ভয়েস মেসেজ এডিট বা ট্রিম করা আরও সুবিধার হয়েছে। ভয়েস রেকর্ড পাঠানোর আগে মেসেজের শুরু এবং শেষের দিক ট্রিম করা যাবে। এছাড়াও, ব্যবহারকারীরা আবার মাইক্রোফোন আইকনে ট্যাপ করে বেশি কিছু বলার থাকলে সেটাও রেকর্ড করতে পারবেন।
ফটো পাঠানোর ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিচ্ছে টেলিগ্রাম। সেখানে একটি নতুন 'হাই ডেফিনিশন' অপশন যোগ হয়েছে যা চারগুণ বেশি পিক্সেল ধারণ করে এবং এতে 0.5MB এর কম ডেটা লিস্টেড হয়। এছাড়াও, ব্যবহারকারীরা iOS- এ ডিফল্ট 'শেয়ার' বোতাম ব্যবহার করে অন্যান্য অ্যাপ থেকে তাদের টেলিগ্রাম স্টোরিতে সরাসরি মিডিয়া শেয়ার করতে পারবেন। সবশেষে, পোলে এখন 12টি বিকল্প যুক্ত করা যাচ্ছে। প্রয়োজন পড়লে পোল সেভড মেজেসে লিস্টেও পাঠানো যাবে। সবার কাছে নতুন আপডেট শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Revolver Rita Is Now Streaming Online: Know Where to Watch the Tamil Action Comedy
Oppo Reno 15 Series Tipped to Get a Fourth Model With a 7,000mAh Battery Ahead of India Launch
Interstellar Comet 3I/ATLAS Shows Rare Wobbling Jets in Sun-Facing Anti-Tail
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs