বৃহস্পতিবার লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। 297 টাকা ও 594 টাকা দামে এই প্ল্যান দুটি লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। শুধুমাত্র Jio Phone গ্রাহকরা এই প্ল্যান দুটি ব্যবহার করতে পারবেন। লম্বা ভ্যালিডিটির দুটি প্ল্যানে থাকছে আনলিমিটেড কল ও ডেটা ব্যবহারের সুযোগ। ইতিমধ্যেই Jio Phone এর জন্য বাজারে রয়েছে 49 টাকা, 99 টাকা আর 153 টাকার প্ল্যান। তিনটি প্ল্যানের ভ্যালিডটি 28 দিন। এবার 297 টাকা আর 594 টাকা প্ল্যানের হাত ধরে লম্বা ভ্যালিডিটি রিচার্জ করতে পারবেন Jio Phone গ্রাহকরা।
আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
297 টাকা প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 0.5 GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড কল ও মোট 300 টি SMS এর সুবিধা। 297 টাকা প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
আরও পড়ুন: Xiaomi কে টেক্কা দিতে এই স্মার্টফোন নিয়ে আসছে Realme
594 টাকা প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 0.5 GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড কল ও মোট 300 টি SMS এর সুবিধা। 297 টাকা প্ল্যানে 168 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
আরও পড়ুন: টিভির চ্যানেল বাছতে হিমশিম খাচ্ছেন? ব্যবহার করুন TRAI এর অ্যাপ
দুটি প্ল্যানের সাথেই থাকছে সব ধরনের Jio অ্যাপ ব্যবহারের সুযোগ। এই নিয়ে Jio Phone এর জন্য তিনটি আলাদা রিচার্জ থাকলেও সব প্ল্যানেই 28 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। অবশেষে 297 টাকা আর 594 টাকা প্ল্যানের হাত ধরে লম্বা ভ্যালিডিটি রিচার্জ করতে পারবেন Jio Phone গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন