TRAI জানিয়েছে 2018 সালের 30 নভেম্বর ভারতের মোট মোবাইল গ্রাহক সংখ্যা ছিল 117.18 কোটি। এর মধ্যে 27.16 কোটি গ্রাহক Jio ব্যবহার করতেন।
2018 সালের নভেম্বর মাসে নতুন গ্রাহকের নিরিখে এক নম্বরে Jio। আজ্ঞে হ্যাঁ, গত নভেম্বরেও দলে দলে নতুন গ্রাহক Jio ব্যবহার শুরু করেছেন। নভেম্বরে সারা দেশে 88.01 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। নতুন গ্রাহক যোগ দেওয়ার ব্যপারে Jio –র পরেই রয়েছে BSNL। সম্প্রতি এই রিপোর্টে এই তথ্য জানিয়েছে TRAI।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
TRAI জানিয়েছে 2018 সালের 30 নভেম্বর ভারতের মোট মোবাইল গ্রাহক সংখ্যা ছিল 117.18 কোটি। এর মধ্যে 27.16 কোটি গ্রাহক Jio ব্যবহার করতেন।
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
“মোট ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা 117.18 কোটি। নভেম্বর মাসে মোট 17.39 লক্ষ নতুন গ্রাহক মোবাইল ব্যবহার শুরু করেছেন।” এক বিবৃতিতে জানিয়েছে TRAI।
“30 নভেম্বর মোট গ্রাহকের 89.99 শতাংশ বেসরকারী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন। বাকি 10.01 শতাংশ গ্রাহক BSNL আর MTNL নেটওয়ার্কে যুক্ত ছিলেন।”
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
গত নভেম্বরে নতুন গ্রাহক যুক্ত হওয়ার নিরিখে Jio –র পরেই রয়েছে BSNL। 2018 সালের নভেম্বরে মোট 3.78 লক্ষ নতুন গ্রাহক BSNL এর সাথে যুক্ত হয়েছেন। 30 নভেম্বর BSNL এর মোট গ্রাহক সংখ্যা 11.38 কোটি।
নভেম্বরে মোট 1.02 লক্ষ গ্রাহক Airtel এ যোগ দিয়েছেন. 30 নভেম্বর Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 34.18 কোটি।
2018 সালের নভেম্বরে সব থেকে বেশি জমি হারিয়েছে Vodafone Idea। নভেম্বরে মোট 65.26 লক্ষ গ্রাহক Vodafone Idea ছেড়েছেন। 2018 সালের 30 নভেম্বর Vodafone Idea –র মোট গ্রাহক সংখ্যা ছিল 42.11 কোটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony Unveils 27-Inch PlayStation Gaming Monitor That Comes With a Charging Hook for DualSense Controller
Apple Reportedly Preparing Second-Gen HomePod Mini With Faster Chip, Audio Upgrades