2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে 65 শতাংশ বেশি লাভ করেছে Jio। বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। 2017 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মোট 504 কোটি টাকা লাভ করেছিল Jio। 2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে লাভের পরিমান বেড়ে হয়েছে 831 কোটি টাকা। এই বিবৃতিতে এই কথা জানিয়েছে Jio।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা
গত এক বছরে অনেক নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যুক্ত হয়েছেন। 2018 সালের 31 ডিসেম্বর Jio –র গ্রাহক সংখ্যা ছিল 28 কোটি। অর্থাৎ গ্রাহক প্রতি 130 টাকা লাভ করেছে মুম্বাই এর কোম্পানিটি।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
এক বিবৃতিতে Jio –র চেয়ারম্যান ও RIL এর ম্যানেজিং ডিরেক্টার মুকেশ আম্বানি জানিয়েছেন “এই সময়ে 2.79 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কজে যোগ দিয়েছেন।”
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel
Jio নেটওয়ার্কে এক জন গ্রাহক প্রতি মাসে গড়ে 10.8GB ডেটা ব্যবহার করেছেন। এর সাথেই মাসে গড়ে 794 মিনিট ভয়েস কল করেছেন প্রত্যেক গ্রাহক। প্রতি মাসে Jio গ্রাহকরা মোট 460 কোটি ঘন্টা ভিডিও দেখেছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন