2018 সালে রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানি, বৃহস্পতিবার এই কথা জানিয়েছে চিনা স্মার্টফোন জায়েন্ট Huawei। 2018 সালে মোট 5200 কোটি মার্কিন ডলার মূল্যের স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানি। সারা বিশ্বের একাধিক দেশে Huawei প্রোডাক্ট নিষিদ্ধ হওয়ার পরেও এই বিশাল পরিমান স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি।
আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর
গত মাসে Huawei জানিয়েছিল 2018 সালে লাভের পরিয়াম্ন বেড়েছে 21 শতাংশ। বৃহস্পতিবার এক ইভেন্টে কোম্পানির 5G বেস স্টেশান চিপসেট লঞ্চ করেছে কোম্পানি। এই ইভেন্টে Tiangang নামে একটি চিপসেট আর Balong 5000 নামে একটি মোডেম লঞ্চ করেছে Huawei। কোম্পানির দাবি এটাই বিশ্বের সবথেকে শক্তিশালী 5G মোডেম।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
Huawei জানিয়েছে এটাই বিশ্বে প্রথম 5G মোডেম যা NSA ও SA দুই ধরনের 5G নেটওয়ার্ক আর্কিটাকচার সাপোর্ট করবে।
আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
এই মুহুর্তে কোম্পানির স্মার্টফোন ও সার্ভারে নিজেদের তৈরী চিপসেট ও মোডেম ব্যবহার করে Huawei। কোম্পানি জানিয়েছে এখনই Intel বা Qualcomm এর সাথে সেমকন্ডাকটার ব্যবসায় প্রবেশের ইচ্ছা নেই।
আরও পড়ুন: Jio এফেক্ট! মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL
বিশ্বের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশান যন্ত্রাংশ তৈরীর কোম্পানি Huawei। চিনের সরকারের সাথে হাত মিলিয়ে নজরদারীর অভিযোগে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে Huawei প্রোডাক্ট ব্যবহার নিষিদ্ধ হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন