Infinix GT 30 5G+ ফোনে গুগলের সার্কেল টু সার্চ সহ নানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স রয়েছে।
Photo Credit: Infinix
Infinix GT 30 5G+ ব্লেড হোয়াইট, সাইবার গ্রিন এবং পালস ব্লু রঙে বিক্রি হবে
Infinix GT 30 5G+ শুক্রবার ভারতে লঞ্চ হল। এটি একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন অর্থাৎ মোবাইলে গেম খেলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ফোনটির পিছনে সাদা LED লাইট রয়েছে যা কাস্টমাইজ করতে পারবেন। হ্যান্ডসেটটি জিটি শোল্ডার ট্রিগার বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে৷ এটি এক ধরনের ক্যাপাসিটিভ বাটন যা গেমিংয়ের সময় অতিরিক্ত কন্ট্রোল এবং সুবিধা প্রদান করে। Infinix GT 30 5G+ এর অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 90FPS BGMI সাপোর্ট, বাইপাস চার্জিং, X-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, 3D ভেপার চেম্পার কুলিং সিস্টেম, IP64 জলরোধী রেটিং, ডুয়াল স্পিকার, ইত্যাদি। Cyber Mecha 2.0 ডিজাইন ফোনটির লুকসে আলাদা মাত্রা যোগ করেছে।
ফ্লিপকার্ট অনলাইনে এই গেমিং ফোনটির বিক্রির দায়িত্বে। আগস্ট 14 থেকে সেল শুরু হচ্ছে। ভারতে Infinix GT 30 5G+ এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 19,499 টাকায়। অন্যদিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের জন্য 20,999 টাকা খরচ করতে হবে। এটি ব্লেড হোয়াইট, সাইবার গ্রিন এবং পালস ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটির সঙ্গে 2,999 টাকার জিটি গেমিং কিট বিনামূল্যে দিচ্ছে সংস্থা।
Infinix GT 30 5G+ এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, HDR, 2,340Hz পিডব্লিউএম ডিমিং রেট, 2,160Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, ও সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। প্যানেলটি কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন ও চোখ সুস্থ রাখতে TÜV Rheinland এর আই কেয়ার সার্টিফিকেশন অফার করে। এতে ফোলাক্স এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই নোট, এআই গ্যালারি, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং গুগলের সার্কেল টু সার্চ সহ নানা AI ফিচার্স রয়েছে।
ইনফিনিক্স জিটি 30 5G+ চার ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 8 জিবি LPDDR5X র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক XOS 15 কাস্টম স্কিনে চলে। কোম্পানি দুটি OS আপগ্রেড এবং তিন বছরের সিকিওরিটি আপডেট সরবরাহ করবে বলে জানিয়েছে। হ্যান্ডসেটটি 5400 স্কোয়ার মিমি থ্রিডি ভিসি কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত৷ এতে গ্রাফাইট, তামা, ও স্টিলের ছয়টি স্তর আছে।
ছবি এবং ভিডিও তোলার জন্য, Infinix GT 30 5G+ ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে, যার মধ্যে একটি 64 মেগাপিক্সেল Sony IMX682 মেইন সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনটির সামনে 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ব্যাক প্যানেলে দশটিরও বেশি লাইটিং প্যাটার্ন সহ কাস্টমাইজেবল মেকা লাইট এলইডি আছে। স্মার্টফোনটির 5,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং 10W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
ইনফিনিক্সের নতুন ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। কোম্পানির দাবি, ফোনটি 90FPS-এ BGMI গেমপ্লে সাপোর্ট করে। এর ফলে, জনপ্রিয় গেমটি আরও দ্রুত ও মসৃণভাবে খেলা যাবে। এছাড়া, ফোনটিতে ডেডিকেটেড ইস্পোর্টস মোড, জোন টাচ মাস্টার, এবং ম্যাজিক ভয়েস চেঞ্জারের মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন